Panchayat Election : 'মনোনয়ন পর্বে ৭৫৮ অভিযোগ, সবেতেই পদক্ষেপ' হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Nomination Withdraw : ২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম', আদালতে (Calcutta High Court) পরিসংখ্যান-সহ হলফনামা পেশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন।
কলকাতা : '২০১৮-র তুলনায় মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম', আদালতে (Calcutta High Court) পরিসংখ্যান-সহ হলফনামা পেশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। '২০১৮-তে ১ লক্ষ ৩৩ হাজার ৬৭৩ টি বৈধ মনোনয়নের মধ্যে ২৩ হাজার ৬১৯ টি প্রত্যাহার করা হয়েছিল, শতাংশের হিসাবে প্রত্যাহারের হার ছিল ১৭.৬৬ শতাংশ। '২০২৩-এ ২ লক্ষ ২৮ হাজার ১৫৮ টি বৈধ মনোনয়নের মধ্যে ২০ হাজার ৬১২ টি প্রত্যাহার করা হয়েছে, শতাংশের হিসাবে প্রত্যাহারের হার ছিল ৯.০৩ শতাংশ'। হলফনামায় জানাল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।
'মনোনয়ন পর্বে রাজ্য নির্বাচন কমিশন ৭৫৪ টি অভিযোগ পেয়েছে, প্রত্যেকটির ক্ষেত্রেই পদক্ষেপ করা হয়েছে', অতীতের ঘটনা, বর্তমান পরিস্থিতি, ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে স্পর্শকাতর এলাকা শনাক্ত করা হচ্ছে, হলফনামায় জানাল কমিশন। এই মর্মে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ (Police) সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, উল্লেখ হলফনামায়।
পুলিশের তরফে বসানো সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) লিংক চাওয়া হয়েছে কমিশনের তরফে ।কমিশন সেই লিঙ্কের সূত্র ধরে ফুটেজ দেখবে এবং রেকর্ড করবে, জানাল রাজ্য নির্বাচন কমিশন। সব ফুটেজ সংরক্ষণ করা হবে এবং কমিশন নিজের হেফাজতে রাখবে, জানাল রাজ্য নির্বাচন কমিশন । রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha) নিজে স্বাক্ষর করে জমা দিলেন হলফনামা।
আরও পড়ুন- কপ্টার-দুর্বিপাকে কোমরে-পায়ে চোট মুখ্যমন্ত্রীর, এখন কেমন আছেন মমতা?
রাজ্য নির্বাচন কমিশনের যে হলফনামা নিয়ে অবশ্য কমিশন ও রাজ্যের শাসক দলকে নিশানা করতে ছাড়ছে না বিরোধীরা। তাঁদের দাবি, রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় তৎপরতার উল্লেখ আদালতে পেশ করা হলফনামায় করলেও আসলে কিন্তু করেনি। রাজ্যের শাসকদলকে তাঁরা সাহায্য করেছে বলেও দাবি তাঁদের। পাশাপাশি তৃণমূল শিবিরের ক্রমাগত ভয় দেখানোর জেরে অনেক বিরোধীরা মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হয়েছেন বলেই অভিযোগ করেছেন তাঁরা। যদিও বিরোধীদের সমস্ত দাবি পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসকদল। তৃণমূলের তরফে পাল্টা দাবি, পঞ্চায়েত ভোটে বিরোধীরা গোহারা হারবে জেনেই বিভিন্ন অজুহাত দিচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ শানাচ্ছে।
আরও পড়ুন, কালো মেঘে মুখ ভার আকাশের! সকাল থেকেই বারিধারা শহর থেকে জেলায়?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন