Panchayat Elections 2023: ভোটসন্ত্রাস নিয়ে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের, পুনর্নির্বাচনের দাবিতে ঘেরাও ধর্না, পঞ্চায়েতের আঁচ কলকাতাতেও
Kolkata News: মিছিল, ঘেরাও, ধর্না-অবস্থান, পঞ্চায়েত ভোটের পরদিনই সন্ত্রাসের প্রতিবাদ ও পুননির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠল কলকাতা।
অনির্বাণ বিশ্বাস, অতসী মুখোপাধ্যায় ও পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত: পঞ্চায়েত নির্বাচনে লাগাতার সন্ত্রাস। ব্য়ালট বক্স লুঠ, ব্য়াপক ছাপ্পা, ভোটকর্মীদের হুমকির অভিযোগ। প্রতিবাদে কলকাতার (Kolkata News) রাজপথে মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। এ নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবে বলেও জানিয়েছে। অন্য় দিকে, পুনর্নির্বাচনের দাবিতে রাজ্য় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে বিজেপি। কলকাতার বিভিন্ন প্রান্তে ধর্না, বিক্ষোভ সমাবেশ করতে দেখা গেল কংগ্রেসকে। (Panchayat Elections 2023)
মিছিল, ঘেরাও, ধর্না-অবস্থান, পঞ্চায়েত ভোটের পরদিনই সন্ত্রাসের প্রতিবাদ ও পুননির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠল কলকাতা। শনিবার শুধু ভোটের দিনই বেলাগাম সন্ত্রাসে ১৫ জনের মৃত্য়ু হয়েছে বাংলা জুড়ে। মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে। দেখা গিয়েছে আগ্নেয়াস্ত্রের আস্ফালন। সঙ্গে বেলাগাম ছাপ্পা, ব্য়ালট বক্স লুঠ, ভোটকর্মীদের হুমকির মতো ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতিতে রবিবার পথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করে তারা। অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট থেকে শুরু করে, ভোটের কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার, প্রতিটি ক্ষেত্রে আদালতের নির্দেশের অবমাননা করেছে রাজ্য় নির্বাচন কমিশন।
আরও পড়ুন: Udayan Guha: ‘মমতা-অভিষেক চেষ্টা করেছিলেন, কিন্তু সবটা নিয়ন্ত্রণ করা যায়নি’, পঞ্চায়েতে বেলাগাম হিংসা নিয়ে মন্তব্য উদয়নের
এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের অভিযোগ, এত কিছুর পর, জোর করে প্রিসাইডিং অফিসারদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে লিখিয়ে নেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "প্রত্যেক বছর চুরি করে জিতে গেলাম। তার পর পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত। এটার অবসান হওয়া দরকার। মামলা করব। বিডিও-রা প্রিসাইডিং অফিসারদের চাপ দিচ্ছেন।"
অন্য় দিকে, পুনর্নির্বাচনের দাবিতে রবিবার দুপুরে রাজ্য় নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কমিশনের বিরুদ্ধে ওঠে ধ্বনি, গেটের বাইরেও চলে ঘেরাও কর্মসূচি। শিশির বাজোরিয়ার নেতৃত্বে একটি দল কমিশনের দফতরে যায়। ডেপুটেশন দিয়ে বলা হয়, গণনার দিন পিছোতে। যেখানে প্রয়োজন, সেখানে পুনর্নির্বাচন করানোর দাবিও জানানো হয়।
ভোট সন্ত্রাসের প্রতিবাদে, এদিন কলকাতার বিভিন্ন প্রান্তে পথে নামে কংগ্রেসও। বউবাজারে মিছিল করেন আইএনটিইউসি কর্মীরা। পুর্ননির্বাচনের দাবিতে, খিদিরপুরে ২৪ ঘণ্টার অনশন কর্মসূচি করেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। রিপন স্ট্রিটও ছিল কংগ্রেসের বিক্ষোভ-কর্মসূচি।