Panchayat Elections Result 2023: গণনা কেন্দ্রে ঢুকতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে মার খেলেন তৃণমূল বিধায়ক, ফাটল নাক
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মারে আহত তৃণমূল বিধায়ক ও তাঁর এক অনুগামী শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে (North Dinajpur) গণনা (Panchayat Elections Counting) কেন্দ্রে ঢুকতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে মার খেলেন চোপড়ার তৃণমূল বিধায়ক। নাক ফাটল হামিদুল রহমানের। তৃণমূলের টিকিট না পেয়ে জেলা পরিষদের আসনে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান বিধায়কের মেয়ে আরজুনা বেগম। অভিযোগ, ভোট গণনা চলাকালীন গতকাল রাত আড়াইটে নাগাদ গণনা কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মারে আহত তৃণমূল বিধায়ক ও তাঁর এক অনুগামী শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক (TMC MLA)।
আগুন জ্বলছে ভাঙড়ে: পঞ্চায়েত ভোটের ফল (Panchayat Elections) ঘোষণার মধ্য়েও সন্ত্রাসের আগুন জ্বলছে ভাঙড়। গেছে প্রাণও। জেলায় জেলায় অশান্তির বিরাম নেই। তার মধ্যেই এবার রক্তাক্ত হলেন, উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক। আর তৃণমূল বিধায়ককে মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের টিকিট না পেয়ে, ইসলামপুরে জেলা পরিষদের আসনে নির্দল হিসেবে ভোটে লড়েছেন তৃণমূল বিধায়কের মেয়ে আরজুনা বেগম।
অভিযোগ, ভোট গণনা চলাকালীন মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ইসলামপুরের গণনা কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ও তাঁর কয়েকশো অনুগামী। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাঠিচার্জ করে পুলিশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মারে আহত হন তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীরা।
আহত তৃণমূল বিধায়ককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, তাঁকে স্থানান্তর করা হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে। ইসলামপুর পুলিশ জেলার এসপি জানিয়েছেন, রাত দুটো থেকে আড়াইটে নাগাদ, প্রশাসনের যাতায়াতের জন্য নির্দিষ্ট গেট দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করেন কয়েকশো লোক। সেই গেটের পাশেই রয়েছে স্ট্রংরুম। তাই নিরাপত্তায় থাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের আকটানোর চেষ্টা করেন। তারপরই এরা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে হয়। সেই ঘটনাতেই বিধায়ক আহত হয়েছেন বলে শুনেছি। তিনি সুস্থ হলেই তাঁর সঙ্গে কথা বলা হবে।
মনোনয়নের শেষ দিন, চোপড়ায় বাম-কং মিছিলে গুলিবিদ্ধ হন CPM কর্মী মনসুর আলম। পরে, তাঁর মৃত্যু হয়। এবার তৃণমূল বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তপ্ত হল চোপড়া। দলীয় বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনায়, বুধবার বেলায় চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল।