Panchayat Elections Result 2023:গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিপত্তি
Panchayat Poll Result 2023: কমিশনের ওয়েবসাইটে আপডেট হচ্ছে না রেজাল্ট।
রুমা পাল, কলকাতা: গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) ওয়েবসাইটে বিপত্তি। খুলছে না রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইটে আপডেট হচ্ছে না রেজাল্ট।
কমিশনের ওয়েবসাইটে বিপত্তি: নির্বাচনের ফল ঘোষণার দিন যার উপর সবথেকে বেশি নির্ভর করতে হয় তা হল নির্বাচনের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। কিন্তু এদিন সকাল থেকে সমস্যা হয় ওয়েবসাইটে। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি তারপর জেলা পরিষদের গণনা হওয়ার কথা। দেখা যায়, স্লথ গতি ওয়েবসাইটের। এমনকী কমিশনের এই ওয়েবসাইটে আপডেট হচ্ছে না রেজাল্ট। বিভিন্ন জায়গা থেকেই এমন খবর পাওয়া যায়। http://pgms.wbsec.org/ এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ফল সংক্রান্ত তথ্য পাচ্ছেন কমিশনের আধিকারিকরা। যদিও বাইরে থেকে এই ওয়েবসাইট খোলা বা তথ্য নেওয়া পাওয়া যাবে না।
কী বললেন রাজীব সিনহা?
অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা (Rajeev Sinha) বলেন, “কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হত। আমরা তো প্রত্যেক বুথের জন্য কেন্দ্রীয় বাহিনী আগেই চেয়েছিলাম।’’ পাশাপাশি ভোট হিংসা নিয়ে কমিশনারের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। "ভোটের দিনে ১০ জনের মৃত্যু হয়েছে, পুলিশও সেই তথ্য দিয়েছে।কমিশনের কাছে এই তথ্য আছে। ভোট হিংসায় ৪০ জনের মৃত্যুর কোনও খবর নেই।' সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার।''
পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) গণনা শুরু হতেই অশান্তি শুরু হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মনোনয়নপর্ব থেকে ভোটের ফলপ্রকাশের আগের রাত পর্যন্ত, রাজ্যে ভোট হিংসার বলি হয়েছেন ৪০ জন। আর, ভোটেই মৃত্যু হয়েছে ১৯ জনের। ভোটের দিন কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখেই ভোট গণনার দিন সকাল থেকেই দিকে দিকে ফের অশান্তির ছবি। কোথাও বিরোধী কাউন্টিং এজেন্টকে মারধর, কোথাও আবার প্রার্থীকেই অপহরণের অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Hair Thinning: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?