Panchayat Poll 2023: বাবাকে খুনের প্রতিবাদ, 'লড়তে চাই না' বিস্ফোরক নিহত TMC কর্মীর মেয়ে
Panchayat Election 2023: তৃণমূল প্রার্থী মানোয়ারা পিয়াদা জানিয়ে দিলেন, যে দল তাঁর বাবাকে খুন করেছে, সেই দলের হয়ে তিনি ভোটে লড়তে চান না।
কলকাতা: যে দলের হয়ে আমি লড়ছি, সেই দল যখন আমার বাবার জীবনটা কেড়ে নিল। সেই দলের হয়ে আমি আর লড়তে চাই না। বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের বিস্ফোরক হুঁশিয়ারি। বাবাকে খুনের জন্য ফের দলেরই একাংশের দিকে আঙুল তুললেন তৃণমূল প্রার্থী (TMC Candidate)। এদিকে বাসন্তীতে গিয়ে, ফের সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যপাল (C V Anand Bose)।
নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের বিস্ফোরক হুঁশিয়ারি: 'মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ করতে হবে।' পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে বাংলায় যখন সন্ত্রাস-খুনোখুনি থামছে না, তখন সোমবার বাসন্তীতে গিয়ে এভাবেই কড়াবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তবে, তার আগেই কার্যত বোমা ফাটান নিহতের মেয়ে। তৃণমূল প্রার্থী মানোয়ারা পিয়াদা জানিয়ে দিলেন, যে দল তাঁর বাবাকে খুন করেছে, সেই দলের হয়ে তিনি ভোটে লড়তে চান না।
কী জানালেন মনোয়ারা পিয়াদা?
তৃণমূল প্রার্থী বলেন, “এই রাজনীতি আমি আর করতে চাই না। যে দলের হয়ে আমি লড়ছি, সেই দল যখন আমার বাবার জীবনটা কেড়ে নিল, প্রাণটা নিয়ে নিল, সেই দলের হয়ে আমি আর লড়তে চাই না। মাদার তৃণমূল থেকেই চাপ দিত, দল থেকে বেরিয়ে আসত।’’
মানোয়ারা পিয়াদা, বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী। শনিবার রাতে বাড়ি ফেরার সময় খুন হন তাঁর বাবা, বছর তেতাল্লিশের যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। রাস্তাতেই গুলি করে তাঁকে খুন করে দুষ্কৃতীরা।এর জন্য আগে তৃণমূলের একাংশের দিকেই আঙুল তুলেছিলেন নিহতের মেয়ে। আর এবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। এদিকে ২ দিন কেটে গেলেও, বাসন্তীতে যুব তৃণমূল কর্মী খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে জানানো হয়েছে, খুনিদের এখনও চিহ্নিত করা যায়নি। নিহত ও একাধিক সন্দেহভাজনের মোবাইল ফোনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Scrub Typhus : মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস