Panchayat Poll 2023 : ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় ব্যবহার, জানতে চেয়ে কমিশনকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের
Panchayat Poll 2023 Update : এখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৈরি হওয়া এই জট কবে মেটে, সেটাই দেখার!
![Panchayat Poll 2023 : ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় ব্যবহার, জানতে চেয়ে কমিশনকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের Panchayat Poll 2023 Home Ministry Writes Letter To State Election Commission Asking About Deployment Of 315 Company Force Panchayat Poll 2023 : ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় ব্যবহার, জানতে চেয়ে কমিশনকে পাল্টা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/26/2913faf2d25ee7d03ca2b647cac8415d168776114100553_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : রাজ্যের ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো চিঠির উত্তরে এবার পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের ( ফদসা শগলগেূীব ) । আগে মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় এবং কীভাবে ব্যবহার, তা জানতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্র থেকে রবিবার বিএসএফ-এর আইজি এবং সিআইএসএফ-এর ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসে কমিশন।
আর দু'সপ্তাহও হাতে নেই। কিন্তু, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুশ্চিন্তার মেঘ কাটছে না। তিনদিন বৈঠকের পরেও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন, খবর সূত্রের। ৩ দফা বৈঠকের পরও কোথায় কোথায় ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত ঝুলেই রয়েছে। আপাতত রাজ্যের বিভিন্ন এলাকায় যাঁদের রুটমার্চ করতে দেখা যাচ্ছে, তাঁরা রাজ্য নির্বাচনের কমিশনের আগের চাওয়া ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শুক্র, শনিবারের পর রবিবারও বিএসএফ-এর আইজি এবং সিআইএসএফ-এর ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন।
১৫ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন, শুধু স্পর্শকাতর জেলায় নয়, আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইলে, তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারকে তা দিতে হবে। প্রথমে ২২ ও তারপর ৩১৫ কোম্পানির পর, ২৩ জুন অর্থাৎ শুক্রবার আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ৩ দিন পরও আসেনি তার উত্তর। অবশেষে এল পাল্টা চিঠি।
রবিবার পর্যন্ত বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রের বাহিনী থেকে গেছে ভিনরাজ্যেই। এই পরিস্থিতিতে গতকাল ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। এখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৈরি হওয়া এই জট কবে মেটে, সেটাই দেখার!
অন্যদিকে রবিবার মালদার সাহাপুরে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানালেন গ্রামবাসীরা। তেইশের গ্রাম বাংলার ভোটের মনোনয়ন পর্বেই লাগামছাড়া সন্ত্রাস দেখেছে মানুষ। ১৬ দিনেই মৃত্যু হয়েছে ১০ জনের। এই পরিস্থিতিতে, জেলায় জেলায় অল্প হলেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চেও কি মনোবল বাড়ছে সাধারণ মানুষের?
আরও পড়ুন ; ইজিপ্ট যেন একটুকরো ভারত! মোদিকে দেখে গান শোনালেন প্রবাসী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)