Panchayat Poll 2023 Live : মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা
কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ রাজ্যের। সুপ্রিম কোর্টে বলল কমিশন। পঞ্চায়েত ভোটের আগে দিনহাটায় ফের শ্যুটআউট। পঞ্চায়েতের খবর এক নজরে ।
LIVE
Background
আজ সুপ্রিম-শুনানি: কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাওয়ার কাজ রাজ্যের (West Bengal)। সুপ্রিম কোর্টে (Supreme Court) বলল কমিশন (West Bengal State Election Commission)। বেশি সময় লাগলে হাইকোর্টে জানাতে পারতেন, বলল সর্বোচ্চ আদালত। আজ শুনানি।
পাল্টা মামলা শুভেন্দুর: ৪৮ ঘণ্টা পেরোলেও বাহিনী চায়নি কমিশন। আদালত অবমাননার অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি।
তৃণমূল প্রার্থীর স্বামীকে গুলি: পঞ্চায়েত ভোটের আগে দিনহাটায় ফের শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী। হামলার অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে।
এবার প্রত্যাহার সন্ত্রাস! এবার প্রার্থীপদ প্রত্যাহারেও সন্ত্রাস। রানিগঞ্জে সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে ফাঁড়িতে আটকে রেখে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
ওয়াররুমের পাল্টা পিস রুম! ভোটের আগে সন্ত্রাস, কড়া বার্তা রাজ্যপালের। প্রার্থীদের নিয়ে অভিযোগ জানিয়ে এলেন সুকান্ত।
কন্ট্রোল রুম-তরজা! এক্তিয়ার বহির্ভূত কাজ রাজ্যপালের, আক্রমণে কুণাল। সংবিধান মেনেই ব্যবস্থা, পাল্টা বোস। মুখ্যমন্ত্রীকে ডাকছেন না কেন? পাল্টা প্রশ্ন সেলিমের।
অশান্তির বাংলায় 'শান্তিকক্ষ'! রাজ্যে ৯ দিনে ৭ খুন। অশান্তি রুখতে রাজভবনের কন্ট্রোল রুমে নালিশের পাহাড়।
WB Panchayat Poll : মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা
মনোনয়ন দিলেও মেলেনি প্রতীক, 'বিদ্রোহী' পুরুলিয়ার তৃণমূল নেতা। 'দলের যাতে ভরাডুবি হয়, এবার সেজন্য মাঠে নামব', হুঙ্কার পুরুলিয়ার তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়া জেলা পরিষদে মনোনয়ন জমা দেন উত্তম বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দিলেও উত্তম বন্দ্যোপাধ্যায়কে প্রতীক দেয়নি দল। উত্তম বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নিবেদিতা মাহাতোকে প্রার্থী করেছে দল।
WB Panchayat Live Update: বেশ কয়েক ঘণ্টা পার, এখনও বিডিও অফিসে ধর্নায় অধীর
বেশ কয়েক ঘণ্টা পার, এখনও বিডিও অফিসে ধর্নায় অধীর। পুলিশের সামনে বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস। বিডিও অফিসেই হামলা, ফর্মভর্তি ব্যাগ নিয়ে দুষ্কৃতীদের লোফালুফি। পুলিশের সামনেই হামলা, মাথা ফাটল কংগ্রেস কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের প্রতীক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ।
WB Panchayat Poll : প্রার্থী প্রত্যাহার নিয়ে তৃণমূলের সঙ্গেই তৃণমূলের লড়াই!
প্রার্থী প্রত্যাহার নিয়ে তৃণমূলের সঙ্গেই তৃণমূলের লড়াই! খানাকুলে বিডিও অফিসেই সংঘর্ষ, জেলা পরিষদ প্রার্থীকে ধাক্কা । তৃণমূলেরই বিরুদ্ধে দলেরই জেলা পরিষদ প্রার্থীকে হেনস্থার অভিযোগ ।
WB Panchayat Live Update: বাহিনী-ফারাকে উঠছে প্রশ্ন
২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে প্রতি জেলায় মোতায়েন করা হয়েছিল ৩০ থেকে ৩৫ কোম্পানি বাহিনী। আর ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনের জন্য গোটা রাজ্যের জন্য ২২ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি কমিশনের।
WB Panchayat Poll : মনোনয়ন প্রত্যাহারে চাপ, রাজি না হওয়ায় ভাঙড়ে সিপিএম প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ
মনোনয়ন প্রত্যাহারে চাপ, রাজি না হওয়ায় ভাঙড় ২ নম্বর ব্লকের বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাঁঠালবেড়িয়া গ্রাম সংসদে সিপিএমের প্রার্থী হয়েছেন সন্ন্যাসী মণ্ডল। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্যাহার না করায় গতকাল সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। পরিবারের দাবি, আতঙ্কে ঘরছাড়া বাম প্রার্থী। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।