Madan Mitra: 'জলা-জঙ্গলে ঘেরা পঞ্চায়েত, বহিরাগতরা ঢুকলে বেরনোর রাস্তা পাবে না' পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি মদনের
'এবার বহিরাগত ঢোকাবার চেষ্টা করবেন না। অসুবিধা আছে। পঞ্চায়েতের ব্যাপারে বলে দিই। পঞ্চায়েতে ঢোকার চেষ্টা করবেন না। এটা বিধানসভা বা লোকসভা নয়। বহিরাগত ঢুকিয়ে দেবেন। বেরনোর রাস্তা খুঁজে পাবে না'।
কলকাতা: পঞ্চায়েত ভোটে লড়াইয়ের ময়দান কি জল-জঙ্গলে ঘেরা চক্রব্যূহ? ঢোকা যায়, বেরনো যায় না? মদন মিত্রর হুঁশিয়ারিতে যেন সেরকমই ইঙ্গিত! পঞ্চায়েত নির্বাচনে বহিরাগত ঢোকানোর চেষ্টা করবেন না। কারণ এটা বিধানসভা বা লোকসভা নয়। বহিরাগত ঢুকিয়ে দিলেও, বেরনোর রাস্তা খুঁজে পাবে না। কারণ সব কিন্তু জলাজঙ্গলে ঘেরা। নাম না করে বিরোধীদের হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের।
এদিন তিনি বলেন, এবার বহিরাগত ঢোকাবার চেষ্টা করবেন না। অসুবিধা আছে। পঞ্চায়েতের ব্যাপারে বলে দিই। পঞ্চায়েতে ঢোকাবার চেষ্টা করবেন না। এটা কিন্তু বিধানসভা বা লোকসভা নয়। বহিরাগত ঢুকিয়ে দেবেন। বেরনোর রাস্তা খুঁজে পাবে না। কারণ সব কিন্তু জলাজঙ্গলে ঘেরা পঞ্চায়েত'। এখানেই থামেননি তিনি, বিতর্ক উশকে আরও বলেন, 'আমার বুকে পা দিয়ে গণতন্ত্র লুঠ করবে, এসে ব্যালট পেপার লুঠ করবে, আমি কি বসে থাকব না, আমাদের ছেলেরা ওভারপ্রশিক্ষণপ্রাপ্ত। এই ভোটটা হবে শিষ্টের পালন। দুষ্টের দমন কোথা থেকে হবে? দুষ্টু তো নেই কেউ। সব দুষ্টুগুলো ঘরে ঢুকে মায়ের আঁচলের তলায় লুকিয়ে পড়েছে'।
গতকাল সতর্কবার্তা শোনা যায় মদন মিত্রের গলায়। তৃণমূলের ভিতরে এমন কোনও শক্তি রয়েছে, যারা প্রভাবিত হচ্ছে অন্য কোনও শক্তির দ্বারা। মনোনয়ন পর্বে যখন জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধীরা, তখন নতুন এই তত্ত্ব সামনে আনলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। গুন্ডামি করে পঞ্চায়েত দখল করলে, দল রেয়াত করবে না। সতর্কবার্তা দেন মদন মিত্র।
এর আগেও বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র (Madan Mitra) । 'আমি মনে করি, তৃণমূল থেকে বেনোজল বের করার দিস ইজ দ্য রাইট টাইম।' মন্তব্য কামারহাটির তৃণমূলে বিধায়কের (Kamarhati TMC MLA)।
মদন বলেন, "তৃণমূল কখনোই খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। কেন করব ? মানুষ তো আমাদের সঙ্গে আছে। তার মধ্যেও দেখতে হবে বেনোজল ঢুকে পড়েছে কি না। এই বেনোজল ঢুকে যদি তৃণমূলের নামে বদনাম করার জন্য মানুষের উপর অত্যাচার করে সেগুলো নিশ্চয়ই অভিষেকের মত ছেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্ব বরদাস্ত করবেন না। অভিষেক ও মমতা ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছেন, যে-ই হোক, কোনও খুনোখুনি বরদাস্ত করবে না। তৃণমূল কোনও জবরদস্তি, গায়ের জোরে কিছু করতে পারবে না। লখিন্দর-বেহুলার লোহার ঘরে এত সুরক্ষা নেওয়া হয়েছিল, তার পরেও তো কালনাগিনী ঢুকেছিল। ফলে, ফুটো একটা কোথাও থেকে যায়। আমি মনে করি, তৃণমূল থেকে বেনোজল বের করার দিস ইজ দ্য রাইট টাইম।"