PM Modi West Bengal Visit LIVE: মোদির মুখে তৃণমূলের নতুন সংজ্ঞা , 'তু, ম্যায় অউর করাপশন'
PM Modi West Bengal Visit LIVE Updates: আজ কৃষ্ণনগরে জনসভা প্রধানমন্ত্রীর। সংঘাতের আবহেই রাজভবনে মোদি-মমতা বৈঠক।

Background
Modi Rally News Update : বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আরামবাগের পর আজ কৃ্ষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজভবন থেকে বেরিয়ে হেলিকপ্টারে চড়ে কৃষ্ণনগরে আসবেন নরেন্দ্র মোদি। সকাল ১০টা ২৫-এ সরকারি মঞ্চে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর সোয়া ১১টা নাগাদ পৌঁছবেন জনসভায়। সেখানে সভা সেরে পানাগড়ে এসে প্রধানমন্ত্রী রওনা দেবেন গয়ার উদ্দেশে।
Narendra Modi : বাংলাজুড়ে আতঙ্কের পরিবেশ, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নালিশ শুভেন্দুর
' বাংলাজুড়ে আতঙ্কের পরিবেশ। ভোটের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করা দরকার', প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নালিশ শুভেন্দুর।
Modi On TMC Live : টিএমসি বাংলার মানুষের সঙ্গে অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করেছে : আক্রমণ নরেন্দ্র মোদির
'যে ভাবে তৃণমূলের সরকার চলছে, তাতে বাংলার মানুষ হতাশ। বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার বিপুল জনাদেশ দিয়েছে। কিন্তু টিএমসি বাংলার মানুষের সঙ্গে অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করেছে। তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা ও পরিবারতন্ত্র', কৃষ্ণনগরের জনসভায় তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ নরেন্দ্র মোদির।





















