PM Narendra Modi Bengal Visit: বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার, বারাসাতে বললেন মোদি
Narendra Modi at Bengal: ইস্ট-ওয়েস্ট মেট্রো সহ বেশ কয়েকটি মেট্রো প্রকল্প ও একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি
LIVE
Background
Narendra Modi West Bengal Visit : সন্দেশখালিকাণ্ডে তোলপাড়ের আবহেই আজ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi in Kolkata )সভা। ইস্ট-ওয়েস্ট মেট্রো সহ বেশ কয়েকটি মেট্রো প্রকল্প ও একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। গতকাল কলকাতায় পা রেখেই রামকৃষ্ণ মঠ ও মিশনের অসুস্থ অধ্যক্ষকে দেখতে শিশু মঙ্গলে যান প্রধানমন্ত্রী।
লোকসভা ভোটের আগে মার্চের প্রথম সপ্তাহে ৬ দিনে বাংলায় ৩টি জনসভা করছেন মোদি। বিজেপি মহিলা মোর্চার ৩ দিনের কর্মসূচি শক্তি বন্দনার সমাপ্তি অনুষ্ঠানে আজ বক্তব্য রাখবেন তিনি। বারাসাতের সভায় তাঁর সঙ্গে সন্দেশখালির মহিলাদের দেখা করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি।
Modi News Live : তোষণ আর তোলাবাজদের চাপে তৃণমূল কখনও মহিলাদের সুরক্ষা দিতে পারবে না: মোদি
বিজেপি সরকার ধর্ষণের অপরাধীদের ফাঁসির সাজার ব্যবস্থা করেছে। কিন্তু তোষণ আর তোলাবাজদের চাপে তৃণমূল কখনও মহিলাদের সুরক্ষা দিতে পারবে না। সন্দেশখালির প্রসঙ্গ তুলে আক্রমণ মোদির
Modi News Live : তৃণমূল মহিলাদের ওপর অত্যাচার করে ঘোর পাপ করেছে : মোদি
বারাসতের সভায় ফের মোদির নিশানায় সন্দেশখালি। তৃণমূল মহিলাদের ওপর অত্যাচার করে ঘোর পাপ করেছে। মহিলাদের আক্রোশে সারা বাংলায় ঝড় উঠবে। কড়া আক্রমণ করে মন্তব্য।
PM Modi News: বিজেপি জমানায় গত ১০ বছরে আরও ৩১ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে, দাবি মোদির
৪০ বছরে ২৮ কিমি মেট্রো রেল চলেছে। কিন্তু বিজেপি জমানায় গত ১০ বছরে আরও ৩১ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে। বাংলার পরিকাঠামো উন্নয়ন হয়েছে বিজেপি আমলেই। বারাসতের সভায় দাবি প্রধানমন্ত্রীর।
PM Modi Speech Live : বাংলার মা-বোনেরাই আমার পরিবার : বার্তা মোদির
জোটের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। দুর্নীতিপরায়ণ নেতারা আমার পরিবার নিয়ে প্রশ্ন তুলছে। তারা জানে না বাংলার মা-বোনেরাই আমার পরিবার। বারাসতের সভায় ইন্ডিয়া জোটকে আক্রমণ কটাক্ষ মোদির।
Narendra Modi Speech Live : 'বিজেপির গত ১০ বছরে আরও ৩১ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে'
কলকাতা শহরের মেট্রো দেখেই সারা দেশে মেট্রো রেল তৈরি হয়েছে। ছোটবেলায় কলকাতায় এসে মেট্রো রেল দেখতে চেয়েছিলাম। ৪০ বছরে ২৮ কিমি মেট্রো রেল চলাচল করেছে। কিন্তু বিজেপির গত ১০ বছরে আরও ৩১ কিমি মেট্রো সম্প্রসারণ হয়েছে। ' বারাসাতে দাবি মোদির।