PM Narendra Modi Bengal Visit: বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার, বারাসাতে বললেন মোদি
Narendra Modi at Bengal: ইস্ট-ওয়েস্ট মেট্রো সহ বেশ কয়েকটি মেট্রো প্রকল্প ও একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি

Background
Narendra Modi West Bengal Visit : সন্দেশখালিকাণ্ডে তোলপাড়ের আবহেই আজ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi in Kolkata )সভা। ইস্ট-ওয়েস্ট মেট্রো সহ বেশ কয়েকটি মেট্রো প্রকল্প ও একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। গতকাল কলকাতায় পা রেখেই রামকৃষ্ণ মঠ ও মিশনের অসুস্থ অধ্যক্ষকে দেখতে শিশু মঙ্গলে যান প্রধানমন্ত্রী।
লোকসভা ভোটের আগে মার্চের প্রথম সপ্তাহে ৬ দিনে বাংলায় ৩টি জনসভা করছেন মোদি। বিজেপি মহিলা মোর্চার ৩ দিনের কর্মসূচি শক্তি বন্দনার সমাপ্তি অনুষ্ঠানে আজ বক্তব্য রাখবেন তিনি। বারাসাতের সভায় তাঁর সঙ্গে সন্দেশখালির মহিলাদের দেখা করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি।
Modi News Live : তোষণ আর তোলাবাজদের চাপে তৃণমূল কখনও মহিলাদের সুরক্ষা দিতে পারবে না: মোদি
বিজেপি সরকার ধর্ষণের অপরাধীদের ফাঁসির সাজার ব্যবস্থা করেছে। কিন্তু তোষণ আর তোলাবাজদের চাপে তৃণমূল কখনও মহিলাদের সুরক্ষা দিতে পারবে না। সন্দেশখালির প্রসঙ্গ তুলে আক্রমণ মোদির
Modi News Live : তৃণমূল মহিলাদের ওপর অত্যাচার করে ঘোর পাপ করেছে : মোদি
বারাসতের সভায় ফের মোদির নিশানায় সন্দেশখালি। তৃণমূল মহিলাদের ওপর অত্যাচার করে ঘোর পাপ করেছে। মহিলাদের আক্রোশে সারা বাংলায় ঝড় উঠবে। কড়া আক্রমণ করে মন্তব্য।





















