Narendra Modi Oath Ceremony LIVE: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির
PM Modi oath ceremony LIVE: আজ ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নরেন্দ্র মোদির। আর কে কে ঠাঁই পাবেন মন্ত্রিসভায়? বাংলা থেকে কারা?

Background
আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি (PM Modi )। আজ সন্ধে ৭.১৫: রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি। মোদির (Narendra Modi) সঙ্গে ৫২-৫৫ জন মন্ত্রী শপথ নিতে পারেন। ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন ১৯-২২ জন। প্রতিমন্ত্রী পদে শপথ নিতে পারেন ৩৩-৩৫ জন। মোদির নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে মুখ কারা? ভাবী মন্ত্রীদের সঙ্গে চা-চক্রে যোগ দেবেন মোদি। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। বাংলা থেকে ফোন পেলেন শান্তনু ঠাকুর। ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু। নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। ফোন গেছে অর্জুনরাম মেঘওয়ালের কাছে। ফোন পেয়েছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। হামের জিতনরাম মাঝিও পেয়েছেন মন্ত্রিত্বের জন্য ফোন কল। একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি, খবর সূত্রের। জেডিইউ পেতে পারে একজন ক্যাবিনেট মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। একনাথ শিণ্ডের শিবসেনা, এলজেপি থেকেও এক জন করে মন্ত্রী হতে পারেন। আরএলডি, অজিত পাওয়ারের এনসিপি থেকে এক জন করে মন্ত্রী হতে পারেন। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। ফের মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহান। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুনরাম মেঘওয়াল। ফের মন্ত্রী হতে পারেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল।
আরও পড়ুন: মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, বাংলা থেকে মোদি মন্ত্রিসভায় ২ সাংসদ
Narendra Modi Oath Ceremony Live Update: বালুরঘাট, ঠাকুরনগরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
বাংলা পেল ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ফের প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। বালুরঘাট, ঠাকুরনগরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।
Narendra Modi Oath Ceremony Live Update: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির





















