(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi West Bengal Visit: আজ কখন বাংলায় পা মোদির? কখন শুরু সভা? রাতে কোথায় থাকছেন?
PM Modi in Bengal:আজ, ১ মার্চ ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। হুগলির আরামবাগে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।
কলকাতা: লোকসভা ভোটের (Parliament Election) দামামা বাজিয়ে আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২ দিনের সফরে আজই হুগলির আরামবাগে সভা করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামীকাল, ২ মার্চ কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন রাতে থাকবেন রাজভবনে। ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
আজ, ১ মার্চ ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। হুগলির আরামবাগে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি একটি অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি জনসভাও করবেন মোদি। শনিবার হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগরে।
কখন কোথায় থাকছেন মোদি?
সকাল ৮টা ১৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেবেন
সকাল ১০টা ১০ মিনিট দুর্গাপুর বিমানবন্দরে নামবেন মোদি।
সকাল সওয়া দশটায়, দুর্গাপুর বিমানবন্দর থেকে কপ্টারে যাবে ঝাড়খণ্ড
দুপুর পৌনে একটায় ধানবাদ হেলিপ্যাড থেকে উড়বে মোদির কপ্টার
দুপুর ২টা ৫০ মিনিটে আরামবাগ হেলিপ্যাডে নামবে মোদির কপ্টার
দুপুর ২টা ৫৫ মিনিটে আরামবাগ হেলিপ্যাড থেকে সড়কপথে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুপুর ৩টায় অনুষ্ঠানস্থলে পৌঁছবেন।
৩টা থেকে সাড়ে তিনটে, একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী
৩টা ৩৫ মিনিটে সড়কপথে অনুষ্ঠানস্থল ছাড়বেন মোদি।
৩টা ৪০ মিনিটে সভাস্থলে এসে পৌঁছবেন মোদি।
৩টা ৪৫ মিনিট থেকে সাড়ে চারটে পর্যন্ত সভা চলার কথা
৪টা ৩৫ মিনিটে জনসভার জায়গা থেকে বেরনোর কথা রয়েছে
৪টা ৪০ মিনিটে আরামবাগ হেলিপ্যাডে পৌঁছনোর কথা তাঁর।
৪টা ৪৫ মিনিটে আরামবাগ হেলিপ্যাড থেকে উড়বে মোদির কপ্টার।
বিকেল সওয়া পাঁচটায় RCTC হেলিপ্যাডে নামবে মোদির কপ্টার
বিকেল সাড়ে পাঁচটায় নরেন্দ্র মোদির পৌঁছনোর কথা রাজভবনে।
২ মার্চ কৃষ্ণনগরে সভা রয়েছে নরেন্দ্র মোদির
এদিন রাজভবন থেকে বেরিয়ে RCTC হেলিপ্যাড থেকে কপ্টারে কৃষ্ণনগর হেলিপ্যাডে নামবে মোদির কপ্টার।
২ মার্চ সকাল সাড়ে দশটায় সভাস্থলে পৌঁছনোর কথা মোদির।
সাড়ে দশটা থেকে ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
তারপরে সকাল সওয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত মোদির জনসভা রয়েছে কৃষ্ণনগরে।
২ মার্চ ১২টা ৫৫ মিনিটে পানাগড় বিমানবন্দর থেকে বিহারে যাওয়ার কথা রয়েছে মোদির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নার্সের চাকরি করেও প্রস্তুতি! সময় মেপে পড়েই আজ বিডিও মৃণ্ময়ী