Lok Sabha Election 2024: দ্বিতীয় দফায় ভোটের আবহেই ময়নায় পানের বরজে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার !
BJP Worker's Death: গত বছর ১ মে এই বাকচার গোড়ামহল গ্রামেই বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইঞাকে খুনের অভিযোগ উঠেছিল।
বিটন চক্রবর্তী, ময়না : আজ দ্বিতীয় দফায় লোকসভা ভোট (Second Phase Lok Sabha Election)। তার আগে পূর্ব মেদিনীপুরের ময়নার (Moyna) বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার (BJP Worker's Hanged Body Found) ঘিরে শোরগোল পড়ে গেল। মৃত যুবকের নাম দীনবন্ধু মিদ্যা। বাড়ি ময়নার বাকচার গোড়ামহল গ্রামে।
পরিবারের দাবি, বুধবার থেকে নিখোঁজ ছিলেন দীনবন্ধু। এরপর বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পানের বরজের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ১ মে এই বাকচার গোড়ামহল গ্রামেই বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের অভিযোগ উঠেছিল। ফের এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ।
ভোটের আগে দেহ উদ্ধার আগেও-
গত বছর ময়নার বাকচায় স্ত্রী, ছেলের সামনে মারধর করে বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া। তিনি বাকচায় বিজেপির ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। অভিযোগ, বিজেপি নেতাকে বাইকে চাপিয়ে তুলে নিয়ে গিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতে বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় তাঁর দেহ। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয় বলে জানা যায়।
দলীয় নেতা খুনের প্রতিবাদে গভীর রাতে ময়না থানার সামনে বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি (Agitation under Ashok Dinda's Leadership)। বিধায়ক অভিযোগ করেন, খুনের পিছনে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক (Former TMC MLA) সংগ্রাম দলুইয়ের মদত রয়েছে। যদিও তৃণমূলের প্রাক্তন বিধায়কের পাল্টা দাবি, এলাকার মহিলাদের মারধর করে বিজেপি নেতার দলবল, তার জেরেই খুন। সঞ্জয় তাঁতী নামে আরও এক বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। রাতে পুলিশ তাঁকে উদ্ধার করে।
এই ঘটনায় কিছুদিন আগে NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যে সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার।
আরও পড়ুন ; শুভেন্দুর জেলায় খুন বিজেপি নেতা, প্রতিবাদে ময়না-তমলুক রাজ্য সড়কে অবরোধ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।