(Source: Poll of Polls)
Purulia Loksabha Election Result 2024: পুরুলিয়ায় গেরুয়া ঝড়, ফের জয়ের মুকুট পরলেন জ্যোতির্ময় সিংহ মাহাতো
Loksabha Election Result 2024: ষষ্ঠ দফায় ২৫ মে ভোট ছিল পুরুলিয়ায়।
কলকাতা: জঙ্গলমহলে উড়ল গেরুয়া নিশান। পুরুলিয়া বিপুল ভোটে জয়ী জ্যোতির্ময় সিংহ মাহাতো।
একনজরে নির্বাচনের দিন: ষষ্ঠ দফায় ২৫ মে ভোট ছিল পুরুলিয়ায়। ভোটের দিন মহিলা ভোটারের পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পুরুলিয়ার । বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা। ঘটনায় বিজেপি প্রার্থীর গ্রেফতারি চান পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। ঘটনাটি ঘটে বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা গার্লস হাইস্কুলে। মহিলা ভোটার দাবি করেন, তাঁর পরিচয়পত্র ছিল স্বামীর হাতে। বিজেপি প্রার্থী পরিচয়পত্র কেড়ে নেওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারছেন না। বিজেপি প্রার্থীর গাড়ি আটকানোর ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চায় নির্বাচন কমিশন।
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের খুঁটিনাটি: বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর ও পারা এই সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মধ্যে। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোকে পুরুলিয়া থেকে প্রার্থী করেছিল আদিবাসী কুড়মি সমাজ। তৃণমূল প্রার্থী করেছিল শান্তিরাম মাহাতোকে। কংগ্রেসের টিকিটে লড়াই করেন নেপাল মাহাতো। গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় উড়েছিল গেরুয়া ধ্বজা। এবার বজায় থাকল সেই ঐতিহ্য। ২০১৯ সালে বিজেপির টিকিটে লড়াই করে জিতেছিলেন জ্যোতির্ময় সিংহ মাহাতো। ২০১৪ সালে জিতেছিলেন ডা. মৃগাঙ্গ মাহাতো। তার আগের লোকসভা নির্বাচন অর্থাৎ ২০০৯ সালে জিতেছিলেন AIFB।
লোকসভা ভোটে বিজেপির ফল: দেশজুড়ে ৪০০ পারের টার্গেট থাকলেও তার ধারে কাছে যায়নি NDA। এককভাবেও ধরাশায়ী বিজেপি। একই পরিস্থিতি এরাজ্যেও। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৯টি আসনে জয় তৃণমূলের। ১২টি আসনে বিজেপি। বামেদের ঝুলিতে শূন্য। একটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস।
এরাজ্যে বিজেপির ফল: শেষ পাওয়া খবর অনুযায়ী, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা ৫৯ হাজার ১৮৯ ভোটে এগিয়ে। বালুরঘাটে সুকান্ত মজুমদার ১ হাজার ৮৫৬ ভোটে এগিয়ে। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ ৩ হাজার ১৫ ভোটে এগিয়ে। দার্জিলিঙে রাজু বিস্ত ১ লক্ষ ৩২ হাজার ৬৮০ ভোটে এগিয়ে। মালদা উত্তরে খগেন মুর্মু ৮৬ হাজার ৪৫৪ ভোটে এগিয়ে রয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election Result 2024: বাংলায় ফের সবুজ ঝড়, পারফরম্যান্সে চমক মহিলা ব্রিগেডের