Akhilesh on Rahul : 'বিরল মানুষ', ভারত জোড়ো ন্যায় যাত্রার বিদায়-বার্তায় রাহুলের 'দৃঢ় মানসিকতাকে' কুর্নিশ অখিলেশের
Rahul Gandhi: ৬৩ দিনের দীর্ঘ ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ হল রবিবার । এদিন রাহুল মধ্য মুম্বইয়ে বি আর আম্বেদকরের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করে যাত্রায় ইতি টানেন।
লখনৌ : শেষ হল ভারত জোড়ো ন্যায় যাত্রা ! লোকসভা ভোটের আগে আগে এই যাত্রার কতটা প্রতিফলন ভোটবাক্সে ঘটবে তা জানা যাবে ৪ জুন। ভোট গণনার দিন। কিন্তু, রাহুল গাঁধীর "দৃঢ় মানসিকতাকে" কুর্নিশ জানালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। পাশাপাশি তাঁকে প্রশংসায় ভরিয়ে বললেন, "বিরল মানুষ।"
৬৩ দিনের দীর্ঘ ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ হল রবিবার । এদিন রাহুল মধ্য মুম্বইয়ে বি আর আম্বেদকরের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করে যাত্রায় ইতি টানেন। দুই মাসের বেশি সময় ধরে কংগ্রেস নেতা পৌঁছে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে। তাঁর পদযাত্রায় সামিল হয়েছেন বহু মানুষ। বহু প্রান্তিক শ্রেণির মানুষ অনায়াসে তাঁর কাছে ভিড়ে গেছেন। সামগ্রিক এই যাত্রাকে প্রশংসায় ভরিয়ে দিলেন অখিলেশ।
১৭ মার্চ রাহুলের উদ্দেশে লেখা এক চিঠিতে অখিলেশ লিখলেন, "আজ আপনার ভারত জোড়া ন্যায় যাত্রা শেষ হচ্ছে মুম্বইয়ে। যাঁরা এ ধরনের যাত্রা করতে পারেন তাঁরা বিরল মানুষ। আপনার দৃঢ় মানসিকতার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।"
তিনি আরও লেখেন, "মণিপুর থেকে আপনি এই যাত্রা শুরু করেছিলেন। যে মণিপুর বিজেপি সরকারের ব্যর্থতার কারণে জ্বলছে। উত্তর-পূর্ব থেকে আপনি একনায়কতন্ত্রী শাসককে কড়া বার্তা দিয়েছেন। পুরো যাত্রার সময়কালে, আপনি সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে দেখা করেছেন। সেই তালিকায় রয়েছেন- কৃষক, তরুণ, মহিলা, বয়স্ক মানুষ। খুব কাছ থেকে আপনি তাঁদের সমস্যা জানতে পেরেছেন।"
এর পাশাপাশি যাত্রার শেষ লগ্নে তিনি না থাকতে পারার কথাও চিঠিতে উল্লেখ করেন। অখিলেশ লেখেন, "গতকাল নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ২০ মার্চ থেকে উত্তরপ্রদেশে মনোনয়ন শুরু হচ্ছে। সেই প্রস্তুতির কারণে, আমি যাত্রার শেষলগ্নে উপস্থিত থাকতে পারব না। আমি শুধু আশাবাদীই নই, সম্পূর্ণ নিশ্চিতও যে, মানুষ বিজেপিকে উপড়ে ছুড়ে ফেলে দেবে। এই বিজেপি কৃষক, তরুণ, পিছিয়েপড়া, দলিত ও মহিলাদের বিরুদ্ধে। এই যাত্রার প্রকৃত সাফল্য তখন মিলবে যখন বিজেপি এই ভোটে পরাস্ত হবে।"
শনিবার কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে যাত্রায় সাথ দেন দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা । গত ১৪ জানুয়ারি অশান্তি-বিধ্বস্ত মণিপুর থেকে যাত্রা শুরু হয়েছিল। শনিবার ৬৩তম দিনে পড়শি থানে এলাকা থেকে যাত্রা প্রবেশ করে মুম্বইয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে