Rahul Gandhi: ওয়েনাডে জনসমুদ্রে ভাসলেন রাহুল, মনোনয়নপত্র জমা দিয়ে বাড়ি বাড়ি প্রচার, পাশে বোন প্রিয়ঙ্কা
Lok Sabha Elections 2024: বুধবার কেরলের ওয়েনাডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রাহুল।
ওয়েনাড: আসন্ন লোকসভা নির্বাচনে আবারও কেরলের ওয়েনাডে কংগ্রেসের প্রার্থী তিনি। বুধবার অবশেষে সেখানে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়নপত্র জমা দেন রাহুল। সেখান থেকে বেরিয়ে মুখ খোলেন সংবাদ মাধ্যমেও। এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর লড়াই বলে মন্তব্য করেন তিনি। (Lok Sabha Elections 2024)
বুধবার কেরলের ওয়েনাডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রাহুল। রাহুল এবং প্রিয়ঙ্কা রওনা দেওয়ার সময় থেকেই তাঁদের দেখতে ভিড় উপচে পড়ছিল। ভিড়ের উদ্দেশে হাত নাড়তে নাড়তে, পথসভা করেই মনোনয়নপত্র জমা দিতে যান। সেখান থেকে বেরিয়ে রাহুল বলেন, "এই লড়াই দেশের গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর লড়াই। একদিকে কংগ্রেস এবং I.N.D.I.A জোট গণতন্ত্র, সংবিধানের জন্য লড়াই করছে। অন্য দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং BJP ও RSS ভারতের গণতন্ত্র, সংবিধানকে শেষ করে দেওয়ার কাজে লিপ্ত।"
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওয়েনাডবাসীর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বার্তাও দেন রাহুল। তিনি লেখেন, 'ওয়েনাড আমার বাড়ি, ওয়েনাডের মানুষজন আমার পরিবার। ওঁদের কাছ থেকে গত পাঁচ বছরে অনেক শিখেছি। অফুরান ভালবাসা এবং স্নেহ পেয়েছি সকলের কাছ থেকে। অত্যন্ত গর্ব এবং বিনয়ের সঙ্গেই আবারও এই সুন্দর ভূমি থেকে নিজদের মনোনয়নপত্র জমা দিলাম। ভারতের অন্তরাত্মার জন্য এই লড়াই। ঘৃণা, দুর্নীতি, অবিচার, যা ভারত মাতার কণ্ঠরোধ করতে চায়, তার হাত থেকে গণতন্ত্র রক্ষার লড়াই এটি'।
Wayanad is my home, and the people of Wayanad are my family. From them, I have learned a great deal over the last five years and received an abundance of love and affection. It is with great pride and humility that I file my nomination for Lok Sabha 2024 once again from this… pic.twitter.com/rjgz0cYTyB
— Rahul Gandhi (@RahulGandhi) April 3, 2024
আরও পড়ুন: Lok Sabha Vote: প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ পীযূষ পন্ডার বিরুদ্ধে
রাহুল জানিয়েছেন, এই লড়াইয়ে জয়ী না হওয়া পর্যন্ত তিনি এবং I.N.D.I.A জোটের কোনও সদস্য বিশ্রাম নেবেন না। কন্যাকুমারী থেকে কাশ্মীর, মণিপুর থেকে মুম্বই, দেশের সবপ্রান্তের মানুষকে একজোট করে এই কাজে সফল হতে হবে বলে জানান রাহুল। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওয়েনাডে বাড়ি বাড়ি প্রচারও সারেন রাহুল। সেখানেও তাঁর সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা।
The Hope Of India 🇮🇳 pic.twitter.com/lxjHvIRvdL
— Congress (@INCIndia) April 3, 2024
ওয়েনাডের বিদায়ী সাংসদ রাহুল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেখানে ৪ লক্ষের বেশি ভোটে বিজয়ী হন তিনি। সিপিআই নো এসপি সুনীরকে পরাজিত করেছিলেন রাহুল। এবার ওয়েনাডে রাহুলের প্রতিদ্বন্দ্বী বিজেপি-র রাজ্য সভাপতি কে সুরেন্দ্রণ এবং সিপিআই নেতা আন্নি রাজা।