Top 5 Panchayat News: বীরভূমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়, বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি-পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর
বীরভূমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠিপঞ্চায়েত ভোটের ৫ গুরুত্বপূর্ণ খবর
![Top 5 Panchayat News: বীরভূমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়, বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি-পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর Satabdi Roy Faces Flak In Birbhum Election Commission Writes To Centre For Central Forces West Bengal Top 5 Panchayat News 25 June 2023 Top 5 Panchayat News: বীরভূমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়, বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি-পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/42f2a5abfe36096b11c2949b04352f251687690514473482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বীরভূমে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়
অনুব্রত মণ্ডলহীন বীরভূমে (Birbhum) ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায় (Satabdi Roy)। সিউড়িতে (Suri) ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ (TMC MP)। পানীয় জল ও আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে গ্রামবাসীর ক্ষোভের মুখে শতাব্দী। তিনি বলেন, 'বাড়ি-ত্রিপল পায়নি বলছে। আর নদীর ব্রিজ বলছে। ওটা আমাকে জানতে হবে কী টাকা। যে টাকা সেটা আমার কাছে আছে কি না জানতে হবে। আমি বলে যাব, হ্যাঁ করে দেব। আমি ওরকম কথা বলি না। সুতরাং, আমাকে একটা এস্টিমেট দিক। সেটা যদি আমার কাছে থাকে, আমি করে দেব। '
বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে ফের চিঠি
বাকি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে ফের কেন্দ্রকে (Center) চিঠি কমিশনের। আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিন্হার (Rajiv Sinha)। আগেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে বরাদ্দ করা ৩১৫ কোম্পানি এখনও আসেনি রাজ্যে। কোথায় মোতায়েন হবে, কমিশন জানাতে না পারায় ভিনরাজ্যেই বসে কেন্দ্রীয় বাহিনী, জানিয়েছে সূত্র।
ক্ষমা চাইলেন জ্যোতিপ্রিয় মল্লিক
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই দফায় দফায় অশান্তি বেধেছে (Panchayat Elections 2023)। মনোনয়নপত্র জমা দেওয়া থেকে স্ক্রুটিনি পর্বেও হিংসা, রক্তপাত দেখা গিয়েছে। সেই আবহে ক্ষমা চাওয়ার পাশাপাশি সংশোধনের বার্তা দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ভুল হলে মানুষের কাছে গিয়ে, পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে ভুল সংশোধন করতে হবে বলে জানালেন তিনি।
নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে কি ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্দল?
নন্দীগ্রামে (Nandigram) কি এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election) ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্দল? নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদের ব্যানারে ভোটে লড়ছেন তৃণমূলেরই (TMC) প্রাক্তন পদাধিকারীরা। এমনটাই দাবি করেছেন উন্নয়ন পর্ষদের আহ্বায়ক। প্রত্যেকটা পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে নির্দল।এরই সঙ্গে, শুভেন্দুগড়ে (Suvendu Adhikari) বহু পঞ্চায়েতে প্রার্থী না দিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বিজেপি (BJP)।
নিজেই দেখা করতে চেয়েছেন রাজীব: রাজ্যপাল
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য-রাজভবন তরজা চরমে (Panchayat Elections 2023 )। তার মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিন্হা (Rajiv Sinha)। কিন্তু তিনি ডেকে পাঠাননি, নিজে থেকেই দেখা করতে চেয়েছেন রাজীব, জানালেন খোদ রাজ্যপাল (CV Ananda Bose)। রাজীবের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রয়েছে বলে জানিয়েছেন।
আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)