Lok Sabha Election 2024: কোথাও সমর্থন, কোথাও পোস্টার! সন্দেশখালির রেখা পাত্রকে নিয়ে এলাকায় দুই ছবি
Sandeshkhali Incident: সন্দেশখালিতে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষুব্ধ স্থানীয় মহিলাদেরই একাংশ। অন্যদিকে দেখা গিয়েছে উচ্ছ্বাসের ছবিও।
ব্রতদীপ ভট্টাচার্য, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে সন্দেশখালিতে দুই ছবি। কোথাও রেখা পাত্রর বিরুদ্ধে পোস্টার, কোথাও প্রার্থীর সমর্থনে উচ্ছ্বাস দেখা গেল।
সন্দেশখালিতে (Sandeshkhali Incident) বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষুব্ধ স্থানীয় মহিলাদেরই একাংশ। বসিরহাট (Basirhat PC) লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টার। সন্দেশখালির মহিলা বিজেপি সমর্থকদের একাংশের দাবি, রেখার পরিবর্তে তাঁরা শিক্ষিত জনপ্রতিনিধি চান। যিনি সংসদে গিয়ে তাঁদের হয়ে মুখ খুলতে পারবেন। এই ঘটনায় রেখা পাত্রর প্রতিক্রিয়া এখনও মেলেনি। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। অবশ্য এদিন তাঁর সমর্থনে উচ্ছ্বাসও চোখে পড়েছে সন্দেশখালিতে।
যাঁরা রেখা পাত্রের বদলে অন্য কোনও প্রার্থী চাইছেন। তাঁদের এদিন দেখা গিয়েছে হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে। পোস্টারে লেখা রয়েছে, 'রেখা পাত্রকে মানছি না, মানব না।' তাহলে কি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছেন তাঁরা? উত্তরে প্রতিবাদীদের একজন বললেন, 'আমরা বিজেপি। দলের বিরুদ্ধে যাচ্ছি না। আমরা চাইছি অন্য কোনও প্রার্থী দেওয়া হোক।' প্রতিবাদীদের আরও দাবি, 'আমরা জানতামই না তিনি প্রার্থী হচ্ছেন। টিভি দেখে কাল জানলাম।'
রেখা পাত্রকে নিয়ে সমস্যা কেন?
এক প্রতিবাদী বলেন, 'সমস্য়া কিছু নেই। সে মানুষের সঙ্গে যেন চলতে পারে। ও(রেখা পাত্র) ক'দিন এসেছে? ক'দিন আন্দোলন করেছে? আন্দোলন তো ও(রেখা পাত্র) একা করেনি। আমরা সবাই করেছি। সবার তো সমর্থনও তো দরকার ছিল। আমরা তো জানি না ওঁকে(রেখা পাত্র) প্রার্থী করেছে। আমরা হঠাৎ কালকে রাত্রিরে শুনেছি। সে যেন সবার পাশে দাঁড়াতে পারে। সেরকম একটা...ও তো তেমন শিক্ষিতও না শুনেছি। তাহলে ওঁকে কেন দাঁড় করাল? অন্য় একটা মুখ চাই।
অন্যদিকে রেখা পাত্রর সমর্থনে উচ্ছ্বাসও দেখা গিয়েছে। রেখা পাত্রর নামে স্লোগানও উঠেছে। সন্দেশখালির মতো জায়গা থেকে তাঁদের মাঝ থেকে একজন মহিলার উপর ভরসা রাখা হয়েছে বলে তাঁরা খুশি, এমনটাই জানিয়েছেন ওই মহিলারা।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে রেখা পাত্র বলেছিলেন, 'মাননীয় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য। সন্দেশখালি-বসিরহাট জেলার মা-বোনেদের পাশে দাঁড়ানোর জন্য। আমি সর্বদাই মা বোনেদের পাশে থাকব, প্রতিবাদ করব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'বিয়ের উপহার হোক মোদির জন্য ভোট'...কার্ডে অনুরোধ পাত্রের বাবার