এক্সপ্লোর
মমতার সভার আগেই দার্জিলিংয়ে তৃণমূল ভেঙে কংগ্রেসে একাধিক নেতা

দার্জিলিং: বিকেলে সভা নেত্রীর। তার আগে সকালেই বড়সড় ভাঙন দার্জিলিং জেলা তৃণমূলে! দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দার্জিলিং জেলার শহর তৃণমূলের সভাপতি অলোক চক্রবর্তী এবং জেলা মহিলা তৃণমূলের সভাপতি জ্যোতি তিরকে। প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী ভাইচুং ভুটিয়ার নির্বাচনী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন এই দু’জন! সোমবার এআইসিসি-র পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সিপি জোশী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তাঁরা। এই দুই নেতা-নেত্রীর সঙ্গে দল ছেড়েছেন তৃণমূলের ব্লক স্তরের আরও পাঁচ নেতা এবং একাধিক কর্মী! তৃণমূল ত্যাগ করা নেতা-নেত্রীদের গলায় বিশ্বাসভঙ্গের সুর! অলোক চক্রবর্তী বললেন, ভেবেছিলাম, তৃণমূল মানুষের হয়ে কাজ করবে। কিন্তু, গিয়ে দেখলাম উল্টো ছবি। কাজের সুযোগ নেই। তাই ফিরে এলাম। দার্জিলিং-তৃণমূলে এই ভাঙনের ছবি, আগামী দিনে গোটা রাজ্যে দেখা যাবে বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। রবিবার তৃতীয় দফায় শিলিগুড়িতে ভোট। তার একসপ্তাহ আগে, তৃণমূলে এই ভাঙন, শাসক দলের কাছে ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও, শাসক দল এ প্রসঙ্গে কিছু বলতে নারাজ।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















