South 24 Parganas: মনোনয়ন-কোন্দলে লাগামছাড়া সন্ত্রাস, রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
অন্যদিকে, আদালতে পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করার আবেদন জানালেন বিরোধী দলনেতার আইনজীবী।
সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও রঞ্জিত সাউ, ক্যানিং: মনোনয়ন-কোন্দলে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লক! পুলিশের সামনেই দিনভর লাঠি হাতে দাপিয়ে বেড়ায় তৃণমূলেরই দুই গোষ্ঠী! অশান্তির সেই ঘটনায় এবার, রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। ক্যানিং-এ লাগামছাড়া সন্ত্রাসে গুলিবিদ্ধ হন দু'জন তৃণমূলকর্মী, রক্ত ঝরে পুলিশেরও। এরপরই, সুবীর সান্য়াল নামে এক আইনজীবী আদালতে মামলা রুজু করেন। দাবি করেন, ক্য়ানিং ১ নম্বর ব্লকের ৩০টি গ্রাম পঞ্চায়েত ও ১০টি সমিতির ২৭৪টি পদে বিরোধী রাজনৈতিক দলের কোনও প্রতিনিধিকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। ২৭৪ জন প্রার্থীর কেউ মনোনয়ন জমা দিতে পারেননি! এরই প্রেক্ষিতে, শুক্রবার বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে? এরপরই সোমবারের মধ্য়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ক্যানিং-এর ১ নম্বর ব্লকে মনোনয়নে অশান্তির ঘটনায় এবার রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, আদালতে পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করার আবেদন জানালেন বিরোধী দলনেতার আইনজীবী। মনোনয়ন পর্বে মহিলা প্রার্থীদের উপর আক্রমণের প্রতিবাদে আজ মিছিল করে মহিলা কমিশনে ডেপুটেশন দিতে যায় বাম-আইএসএফ ও কংগ্রেসের মহিলা মোর্চা।
: মনোনয়ন-কোন্দল ঘিরে, এমনই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লক!পুলিশের সামনেই দিনভর লাঠি হাতে দাপিয়ে বেড়ায় তৃণমূলেরই দুই গোষ্ঠী! সেই অশান্তির ঘটনায় এবার, রাজ্য় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সোমবারের মধ্য়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
১৪ জুন ক্যানিং-এ লাগামছাড়া সন্ত্রাসে গুলিবিদ্ধ হন দু'জন তৃণমূলকর্মী, রক্ত ঝরে পুলিশেরও। এরপরই, সুবীর সান্য়াল নামে এক আইনজীবী আদালতে মামলা রুজু করেন। তাঁর দাবি, ক্য়ানিং ১ নম্বর ব্লকের ৩০টি গ্রাম পঞ্চায়েত ও ১০টি সমিতির ২৭৪টি পদে বিরোধী রাজনৈতিক দলের কোনও প্রতিনিধিকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি।
২৭৪ জন প্রার্থীর কেউ মনোনয়ন জমা দিতে পারেন নি!এরই প্রেক্ষিতে, শুক্রবার বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন বিরোধী প্রার্থীরও ইচ্ছে হয়নি মনোনয়ন জমা দিতে?
এ নিয়ে সোমবারের মধ্য়ে রাজ্য় নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এদিকে শুক্রবার শুভেনদু অধিকারীর করা আদালত অবমাননা মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে বিরোধী দলনেতার আইনজীবী বলেন, মাত্র ৩ দিনে, ২০ হাজার ৫৮৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করারও আবেদন জানান বিরোধী দলনেতার আইনজীবী।
তখন, প্রধান বিচারপতি বলেন, ক্যানিং ১ নম্বর ব্লকের একটি অভিযোগ এসেছে, যেখানে দেখা যাচ্ছে ২৭৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছে। তখন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী বলেন,অন্য রাজ্যেও পঞ্চায়েত নির্বাচনে বহু আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। হতে পারে গ্রামবাসীরা একে অন্যকে চেনেন বলে। তখন, প্রধান বিচারপতি বলেন, ২০ হাজার ৫৮৫ জন কেন মনোনয়ন প্রত্যাহার করল তাও হলফনামায় জানাবে রাজ্য নির্বাচন কমিশন।
মনোনয়ন পর্বে মহিলা প্রার্থীদের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার মিছিল করে মহিলা কমিশনে ডেপুটেশন দিতে যায় বাম-আইএসএফ ও কংগ্রেসের মহিলা মোর্চা কিন্তু, করুণাময়ী মোড়ে পুলিশ তাঁদের মিছিল আটকালে বচসার পরিস্থিতি তৈরি হয়।