এক্সপ্লোর
যত দিন যাচ্ছে মহাগঠবন্ধনের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, দাবি মায়াবতী-অখিলেশ-অজিতের
আজ আজমগড়ে যৌথ জনসভা করেন বসপা সুপ্রিমো মায়াবতী, সপা প্রধান অখিলেশ যাদব ও আরএলডি প্রধান অজিত সিংহ।
![যত দিন যাচ্ছে মহাগঠবন্ধনের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, দাবি মায়াবতী-অখিলেশ-অজিতের SP-BSP-RLD alliance's prospects to improve in next 2 phases of Lok Sabha polls, claims Mayawati যত দিন যাচ্ছে মহাগঠবন্ধনের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, দাবি মায়াবতী-অখিলেশ-অজিতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/05/08180433/D6Ck7ogXkAcRX2v.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
আজমগড়: উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের মহাগঠবন্ধনের জয়ের সম্ভাবনা ক্রমশঃ উজ্জ্বল হচ্ছে। এমনই দাবি করলেন এই তিন দলের প্রধানরা। আজ আজমগড়ে যৌথ জনসভা করেন বসপা সুপ্রিমো মায়াবতী, সপা প্রধান অখিলেশ যাদব ও আরএলডি প্রধান অজিত সিংহ। সেই জনসভাতেই তাঁরা বিজেপি-কে আক্রমণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার উত্তরপ্রদেশে তিন দলের এই জোটকে ‘মহাভেজাল’ বলে কটাক্ষ করেছেন। আজ তাঁকে পাল্টা আক্রমণ করে মায়াবতী বলেছেন, ‘মহাগঠবন্ধন হওয়ার পর থেকেই বিজেপি নেতাদের ঘুম উড়ে গিয়েছে। আমরা না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাভেজাল। কংগ্রেস ও বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এই দুই দলেরই আচরণ একরকম। মোদির সুখের দিন শেষ। তাঁরা খারাপ দিন আসতে চলেছে। তিনি আগামীদিনে আরও সংশয় তৈরির চেষ্টা করবেন। তাঁর কথায় প্রভাবিত হওয়া উচিত নয় ভোটারদের।’
অখিলেশ বলেছেন, ‘পাঁচ দফার ভোটে মহাগঠবন্ধনের প্রতি ভোটের বৃষ্টি হয়েছে। বাকি দুই দফাতেও সেটাই হবে। মোদি চা-ওয়ালা রূপে এসেছিলেন। তিনিই এখন চৌকিদার হয়ে গিয়েছেন। ভোটারদের তাঁর চৌকি কেড়ে নেওয়া উচিত।’
অজিত বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদির দিন শেষ হয়ে গিয়েছে। মিথ্যুকদের সরকারকে ভোট দেওয়া উচিত নয়। তাঁদের হারানো উচিত মানুষের।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)