Akhilesh Yadav: ‘আগে জানলে যেতামই না’, হঠাৎ বেসুরো অখিলেশ, I.N.D.I.A জোটে থাকা নিয়েও সংশয়
I.N.D.I.A Bloc: জাতীয় স্তরে পরস্পরের শরিক যেমন, উত্তরপ্রদেশেও একসময় জোট ছিল কংগ্রেস এবং SP-র।
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে একজোট হচ্ছে বিরোধী শিবির। একদফা রণকৌশল বৈঠকও হয়ে গিয়েছে। সেই আবহেই বেসুরো সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। কংগ্রেসের সঙ্গে এমনিতেই মতানৈক্য রয়েছে তাদের। এবার I.N.D.I.A জোটে থাকা নিয়েও সংশয় প্রকাশ করলেন অখিলেশ। দ্বিতীয় বার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তার প্রয়োজন রয়েছে বলে জানালেন। (I.N.D.I.A Bloc)
জাতীয় স্তরে পরস্পরের শরিক যেমন, উত্তরপ্রদেশেও একসময় জোট ছিল কংগ্রেস এবং SP-র। কিন্তু আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ১৮টি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে তারা। সেই নিয়েই দুই দলের মধ্যে তরজা শুরু হয়েছে। বিজেপি-বিরোধী ভোটে ভাগ বসাতেই মধ্যপ্রদেশে SP আসলে বিজেপি-বিরোধী ভোটে ভাগ বসিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।
যদিও এই অভিযোগ খারিজ করেছেন অখিলেশ। তাঁর বক্তব্য, "মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে কথা বলি আমরা। দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেন ওঁরা। আমাদের বিধায়করা আগেও জিতেছেন, সে কথা জানিয়েছিলান ওঁদের। মধ্যপ্রদেশের কোথায় কোথায় আমরা একসময় দ্বিতীয় স্থানে ছিলাম, সে কথাও জানাই।"
সেই নিয়ে রাত ১টা পর্যন্ত আলোচনা হলেও, প্রার্থিতালিকা ঘোষণায় SP-কে কংগ্রেস গুরুত্ব দেয়নি বলে অভিযোগ অখিলেশের। তিনি বলেন, "ছ'টি আসনে আমাদের প্রার্থীদের দাঁড় করানোর বিষয়টি ভেবে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিন্তু ওরা যখন প্রার্থিতালিকা ঘোষণা করল, তাতে SP-র জন্য কিছু ছিল না। রাজ্যস্তরে যদি একজোট না হওয়া যায়, তাহলে দেখাই করতাম না আমরা। কংগ্রেসের সঙ্গে কথাই বলতাম না। লোকসভা নির্বাচনের জোট নিয়েও ভাবনা-চিন্তা করতে হবে আমাদের। আমাদের সঙ্গে যে ব্যবহার করবে, আমরাও তেমনই করব।"
নবরাত্রির প্রথম দিনেই মধ্যপ্রদেশে ১৪৪ জনের প্রার্থিতালিকা ঘোষণা করে কংগ্রেস। তার আট ঘণ্টা পর নিজেদের ন'জন প্রার্থীর নাম ঘোষণা করে SP. এর মধ্যে পাঁচটি আসনে কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় চলে আসে SP. এর পর, বুধবার আরও ২২ প্রার্থীর নাম ঘোষণা করা হয়, যার মধ্যে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের বিরুদ্ধে। তাতেই SP-র বিরুদ্ধে বিজেপি-বিরোধী ভোটে ভাগ বসানোর অভিযোগ তুলতে শুরু করে কংগ্রেস। দলের নেতা অজয় রাজ জানান, মধ্যপ্রদেশে SP-র অস্তিত্বই নেই। তাই মধ্যপ্রদেশের নির্বাচনে না দাঁড়ানোই উচিত তাদের। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসও উত্তরপ্রদেশে ৮০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দেন অজয়।
অজয়ের এই মন্তব্যই আগুনে ঘি ঢালে কার্যত। দলের অবস্থান জানাতে এগিয়ে আসেন খোদ অখিলেশ। তিনি বলেন, "কংগ্রেসকে বলতে চাই, ওঁদের ঠিকে-নেতাদের SP-কে নিয়ে কথা বলাই উচিত নয়। কংগ্রেসের এই সব লোকজন আসলে বিজেপি-র সঙ্গে আঁতাত রাখেন। রাজ্যস্তরে জোট থাকবে না জানলে, কমলনাথ এবং দিগ্বিজয় সিংহের কাছে নেতাদের পাঠাতামই না।।"
এ নিয়ে যদিও সুর নরম কমলনাথের। তিনি জানিয়েছেন, দুই দলের মধ্যে এখনও আলাপ-আলোচনা চলছে। কিছু বাস্তব সমস্যাও রয়েছে। SP-র প্রতীকেও কংগ্রেসের কেউ নির্বাচনে দাঁড়াতে রাজি হচ্ছেন না বলেও জানান তিনি। এখানে আমাদের আর কী করার আছে? তাই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে কংগ্রেস বাধ্য হয়েছে বলে জানান কমলনাথ। যদিও বিজেপি-কে হারাতে একমত কংগ্রেস এবং SP.