Panchayat Election: মনোনয়ন জমা দিতে না পারা বিজেপি প্রার্থীদের নিয়ে কমিশনের পথে সুকান্ত মজুমদার
BJP: সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের উদ্দেশে রওনা ন্যাজাটের মনোনয়ন জমা দিতে না পারা বিজেপি প্রার্থীরা।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Pnachayat Election) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই মনোনয়নে বাধার অভিযোগ। দিকে দিকে অশান্তি। জ্বলছে বাংলার একাধিক অঞ্চল। এরই মধ্যে মনোনয়ন জমা দিতে না পারা বিজেপি প্রার্থীদের রাজ্য নির্বাচন কমিশনের অফিসে (Election Commission) নিয়ে যাচ্ছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
ন্যাজাটের বিজেপি প্রার্থীদের নিয়ে কমিশনের পথে সুকান্ত
সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের উদ্দেশে রওনা ন্যাজাটের মনোনয়ন জমা দিতে না পারা বিজেপি প্রার্থীরা। একদিকে, মনোনয়নেই অশান্ত বাংলা, বিরোধীদের এই অভিযোগ যখন খারিজ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'ভালই মনোনয়ন দিয়েছে বিরোধীরা, তাহলে কীভাবে বাধা দেওয়ার অভিযোগ'। তখন ন্যাজাটের মনোনয়ন জমা দিতে না পারা এক বিজেপি প্রার্থীর দাবি, 'আমাদের ওখানে ন্যাজাটে বাধা তো প্রতিদিনই দেওয়া হচ্ছে। এক দেড় হাজার বাহিনী রেখে দিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন কেউ সাহায্য করছে না। আমাদের প্রার্থীদের ঢুকতেই দেওয়া হচ্ছে না।'
বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার কথায়, 'সারা রাজ্য থেকে লোকে আসবে। মাননীয় সাধারণ সম্পাদক যা বলছেন আর বাস্তবে যা হচ্ছে দুটো আলাদা। আমাদের লোকেরা নির্বাচনে অংশ নিতে চাইছে, কিন্তু তাঁদের খুন করা হচ্ছে। যদি কেউ বিডিও অফিসে নমিনেশন না জমা দিতে পারে তাহলে অন্যত্র ব্যবস্থা করতে বাধ্য, তাও করা হচ্ছে না।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, '৮০ হাজার আসনে বিরোধীদের মনোনয়ন, ১০ হাজার তৃণমূলের'। এর উত্তরে শঙ্কুদেব বলেন, 'বাকি আসনে মনোনয়ন দিলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না।' তাঁদের এলাকায় বিজেপি কর্মীদের বন্দি করে রাখারও অভিযোগ তোলেন শঙ্কুদেব।
আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?
বুধবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পঞ্চম দিন। এদিনও সকাল থেকে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ভাঙড়ে বোমার শব্দ পাওয়া গিয়েছে। দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল এবং ISF। আরবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুল ইসলামের নেতৃত্বে সেখানে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। একই ভাবে অশান্তি ছড়িয়েছে মিনাখাঁ, ক্যানিংয়েও। মিনাখাঁয় বিডিও অফিসের সামনেই বাধে তুলকালাম। মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার অভিযোগ ওঠে। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয় CPM। তাদের অন্তত তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। আদালতে নিরাপত্তার আবেদনও জানানো হয়। এই আবহে রাজ্য নির্বাচন কমিশনে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial





















