Lok Sabha Election 2024: 'মা দুর্গার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে', রেখা পাত্রর সমর্থনে প্রচারে সুর চড়ালেন শুভেন্দু
BJP News: বিরোধী দলনেতার বক্তব্যে উঠে আসে পঞ্চায়েত ভোটে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ
![Lok Sabha Election 2024: 'মা দুর্গার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে', রেখা পাত্রর সমর্থনে প্রচারে সুর চড়ালেন শুভেন্দু Suvendu Adhikari raises voice on campaign of Basirhat BJP Candidate Rekha Patra Lok Sabha Election 2024 Lok Sabha Election 2024: 'মা দুর্গার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে', রেখা পাত্রর সমর্থনে প্রচারে সুর চড়ালেন শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/6d888d6eb20db6984918fdc4bfcb16951711719070909170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বসিরহাট : 'যত এই দলিত কন্যাকে, গরিবের বাড়ির বোনটিকে অপমান করবে, এই শক্তিস্বরূপাকে অপমান করবে, মা দুর্গার অভিশাপে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে।' বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে বক্তব্য রাখার সময়ে এভাবেই আওয়াজ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আগাগোড়া দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করে গেলেন শুভেন্দু।
কর্মী-সমর্থকদের কাছে তিনি প্রশ্ন ছুড়ে দেন, 'দলিত কন্যা, এই গরিব বাড়ির মেয়েটার অপরাধ কী ? একে কে নির্বাচন করেছেন জানেন ?' কর্মী-সমর্থকরা তখন সমস্বরে উত্তর দেন, 'মোদিজি।' তখন শুভেন্দু বলেন, 'এই নির্বাচনে আমরা রেখা পাত্রকে দিল্লিতে পাঠাব নরেন্দ্র মোদিজির কাছে। একদিকে বসিরহাটে অন্যায়, অত্যাচার, লুঠ, সন্ত্রাস, চুরি, দুর্নীতি বন্ধ হবে। অন্যদিকে, বসিরহাটকে উন্নয়নের ফলে-ফুলে সুশোভিত করার কাজ এই দলিতকন্যা রেখা পাত্র করবেন। নরেন্দ্র মোদির সাহায্যে। আমি হিসাব নিতে জানি। আমি নন্দীগ্রাম করা লোক। লক্ষ্মণ শেঠকে হারানো লোক। মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব শুধু নয়, সুদ-সহ হিসাব নেব। '
এদিন বক্তব্য রাখতে উঠে কবিতা পাঠ করেন শুভেন্দু, 'চিরদিন কাহার ও সমান নাহি যায়। আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়।' সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, 'এদের অবস্থা তা-ই হবে। শাহজাহান শুনতে পাচ্ছেন তো জেলের ভেতরে ! বলেছিলেন না, শুভেন্দু অধিকারীর ছাল-চামড়া তুলবেন। আপনি ভেতরে, আর আমি বাইরে।' এরপর একের পর এক নাম নিয়ে শুভেন্দু সুর চড়ান, 'সাবধান হন, ভদ্র হন। গণতন্ত্র মেনে চলুন। বসিরহাটে যত পুকুর বুজিয়েছেন, সব পুকুর আপনাদের দিয়ে বোজাব। '
বিরোধী দলনেতার বক্তব্যে উঠে আসে পঞ্চায়েত ভোটে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ। শুভেন্দু বলেন, 'গুণ্ডামি করতে দেব না। পঞ্চায়েত ভোট দিতে পারেননি। এত লোকে ভোট দিতে পারেননি। হিসাব হবে। রেখাকে জিতিয়ে বদলা হবে তো ? সন্দেশখালির বদলা হবে তো ? মাঝরাতে পিঠে খাওয়ার বদলা হবে তো ?'
অন্যদিকে বক্তব্য রাখার সময় আবেগ-বিহ্বল হয়ে পড়েন রেখা পাত্র। তিনি বলেন, 'বুঝতে পারছি না কি বলব। আমি এত খুশি হয়েছি। এত পাব আশা করিনি। আপনারা আমার সঙ্গে থাকবেন তো ? আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের লড়াইটা আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের ঘরে ঘরে লড়াইটা পৌঁছে দিতে পারব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)