Modi Cabinet 2024: আগের সকলকে কি ধরে রাখতে পারবেন মোদি-শাহ? বিজেপি ও শরিকদের মধ্যে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যাঁরা
Narendra Modi 3.0: এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ, শিক্ষা এবং সংস্কৃতি মন্ত্রক নিজেদের হাতে রাখতে চলেছে বিজেপি।
নয়াদিল্লি: কেন্দ্রে তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি। আজ সন্ধেয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপি-র। নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল, চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টির মতো দলগুলির সহযোগে জোট সরকার গড়ছেন মোদি। ফলে শরিকদলগুলির সদস্যরাও এবার গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন। (Modi Cabinet 2024)
এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ, শিক্ষা এবং সংস্কৃতি মন্ত্রক নিজেদের হাতে রাখতে চলেছে বিজেপি। শরিকদলের গুলিকে ছাড়া হতে পারে পাঁচ থেকে আটটি মন্ত্রক। মোদির তৃতীয় মন্ত্রিসভায় আগের মতোই অমিত শাহ, রাজনাথ সিংহকে দেখা যাবে বলে খবর। পাশাপাশি, শিবরাজ সিংহ চৌহান, বাসবরাজ বম্মাই, মনোহরলাল খট্টর, সর্বানন্দ সোনোয়ালদেরও এবার মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে খবর। (Narendra Modi 3.0) জেপি নাড্ডাও এবার মন্ত্রিসভায় থাকতে পারেন বলে খবর।
TDP থেকে মন্ত্রী চহিসেবে এখনও পর্যন্ত লালন সিংহ, সঞ্জয় ঝা, রামনাথ ঠাকুরের নাম মন্ত্রী হিসেবে উঠে এসেছে। লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ানও মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন। রবিবার সন্ধেয় মোদির শপথগ্রহণে এমন সম্ভাব্য মন্ত্রীদের কাছেও আমন্ত্রণপত্র গিয়েছে। আজ তাঁদের মধ্যে ৩০ জন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে খবর। বাকিরা শপথ নেবেন আগামী কয়েক দিনের মধ্যে।
এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রক শাহের হাতে থাকবে। প্রতিরক্ষা মন্ত্রী থাকবেন রাজনাথই। সড়ক এবং হাইওয়ে মন্ত্রকও নিতিন গডকড়ীর হাতেই থাকবে। নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর রাজ্যসভার সাংসদ। অর্থমন্ত্রী হিসেবে নির্মলাই বহাল থাকবেন বলে খবর। বিদেশমন্ত্রকও জয়শঙ্করের হাতেই থাকতে পারে।
তেলুগু দেশম পার্টির কিঞ্জরাপু রামমোহন নায়ডু, চন্দ্রশেখর পেম্মাসানি মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন। একনাথ শিন্ডের শিবসেনা থেকে মন্ত্রী হতে পারেন প্রতাপরাও জাধব। নীতীশের দল থেকে রামনাথ ঠাকুর মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন। জনতা দল সেক্যুলার থেকে মন্ত্রী হতে পারেনন এইচ ডি কিমারস্বামী। হিন্দুস্তানি আওয়ামি মোর্চা থেকে জিতন রাম মাঝি মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। রিপাবলিকান পার্চি অফ ইন্ডিয়া (আঠাওয়ালে)-র রামদাস আঠাওয়ালে মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন।
এর পাশাপাশি, বিজেপি থেকে আরও কিছু নাম উঠে আসছে। গেরুয়া শিবির থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল, সর্বানন্দ সোনোয়াল, সুরেশ গোপী, হরদীপ সিংহ পুরী, পীযূস গয়াল, রবনীত সিংহ বিট্টু, রক্ষা খাড়সে, প্রহ্লাদ জোশী, ধর্মেন্দ্র প্রধান,বন্দি সঞ্জয়কুমার, হর্ষ মালহোত্র, শ্রীপদ নায়েক, অজয় তামতা এবং বাংলা থেকে শান্তনু ঠাকুর। বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারকেও মন্ত্রী করা হতে পারে বলে খবর।