Loksabha Election 2024: ভোট মিটলেও থামেনি অশান্তি, ডোমকলে CPM কর্মীদের দোকান পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Loksabha Election 2024: ভোট মিটলেও মুর্শিদাবাদে এখন রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। বুধবার রাতে ডোমকলের বাগডাঙায় সিপিএম কর্মীদের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
রাজীব চৌধুরী, ডোমকল: সাত মে লোকসভার (Loksabha Election 2024) ভোটগ্রহণ হয়েছে মুর্শিদাবাদে (Mursidabad)। ভোট মিটে গেলেও অশান্তির বিরাম নেই সেখানে। এবার ডোমকলের (Domkal) বাগডাঙায় সিপিএম (CPI(M)) কর্মীদের চারটি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বুধবার রাতে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোকসভা ভোটের আগেই ওই এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন এক ব্যক্তি। বুধবার রাতে তাঁর দোকান সহ মোট চারটি দোকান পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সিপিএম কর্মীরা এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সিপিএম করার জন্যই এই হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। তাঁদের কোনও লোকজন দোকান পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত নেই বলে দাবি করেছেন ডোমকলের মধুরকুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে ঝামেলা শুরু হয়েছে মুর্শিদাবাদে। বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর তৃণমূল কংগ্রেসের তরফে আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাত তারিখ ভোটের দিনও তুমুল অশান্তি হয় এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়। কেশবপুর ও গোপীনাথপুর সহ একাধিক জায়গা ভুয়ো ভোটারদের চিহ্নিত করেছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তার জেরে ঘটনাস্থলেই তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এমনকী পরে মহম্মদ সেলিমের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন। এই পরিস্থিতির মধ্যেই ডোমকল থানার বিএসএমএম হাই মাদ্রাসায় থাকা ১৫৩ নম্বর বুথে সিপিএম কর্মীরা ভোট দিতে গেলে তাঁদের মারধর করে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। পরে অভিযোগ পেয়ে ডোমকল থানার পুলিশ এসে সিপিএম কর্মীদের ভোটদানের ব্যবস্থা করে।
ভোট মিটলেও অশান্তির বিরাম নেই মুর্শিদাবাদে। এবার ডোমকলের বাগডাঙায় সিপিএম কর্মীদের চারটি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একজন ভোটের আগে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন। সিপিএম করাতেই এই হামলা, বলে দোকান মালিকদের দাবি। দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডোমকলের মধুরকুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান।
আরও পড়ুন:
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।