Loksabha Election 2024 : 'বাড়িতে ১২ বার তল্লাশি হয়েছে, দল ছেড়েছেন অভিষেক?' প্রশ্ন তুলে তাপসকে তুলোধনা সৌগতর
বৃহস্পতিবার বরানগরে সভা করতে গিয়ে প্রাক্তন বিধায়ক তাপস রায়ের কড়া সমালোচনা করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির তরফে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় বরানগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হচ্ছে। আত তাতে বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূলের বাজি অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার বরানগরে সভা করতে গিয়ে প্রাক্তন বিধায়ক তাপস রায়ের কড়া সমালোচনা করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়।
বরানগরে একটি সভা থেকে সৌগত বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বলে তাপস রায়কে তিনি মনোনয়ন দিয়েছিলেন। তাপস রায় কেন তৃণমূল ছাড়লেন, তা তাঁর বোঝার বাইরে। এরপরে সৌগতর প্রশ্ন, যে তাপস তৃণমূলে থাকতে বিজেপির বিরুদ্ধে কড়া কড়া কথা বলতেন, তিনি কেন সেই বিজেপিতে যোগ দিলেন? তাপস রায়ের এই সিদ্ধান্তের কারণ তাঁর কাছে পরিষ্কার নয় বলেই মন্তব্য করেন সৌগত।
লোকসভা নির্বাচনে শেষ দফায় দমদম কেন্দ্রে ভোট। এক সময় নিজেই টিকিট পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় থাকা সৌগত রায়ের উপরেই ভরসা রেখেছে তৃণমূল। তাই এবার সৌগত রায় কখনও বিরোধীদের তীব্র আক্রমণ করে, কখনও সাঁতার কেটে, কখনও খোল বাজিয়ে নির্বাচনী প্রচার করছেন। বৃহস্পতিবার বরানগরে একটি সভায় তিনি তাপস রায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। দমদমের তৃণমূল প্রার্থী বলেন, তাপস রায় দল ছাড়ার কারণ হিসেবে তাঁর প্রতি অবহেলা ও ইডি তল্লাশির কথা বলেছেন। সে কথা তিনি জানান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। তাতে নাকি তিনি বলেছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে ১২ বার তল্লাশি হয়েছে। তাতে কি তিনি দল ছেড়েছেন? অভিষেকের কথা উল্লেখ করে সৌগত বলেন, যার শিরদাঁড়া আছে সে আক্রমণ হলে পালিয়ে যায় না।
কিছুদিন আগে ভোটের প্রচারে দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে বেলাগাম আক্রমণ করেন সৌগত রায়। তিনি মন্তব্য করেন, সুজনের মাথার চুল কার্বাইড দিয়ে পাকানো ! যাদবপুরে বিধানসভা ভোটের হারের প্রসঙ্গ তুলে সৌগত বলেন, 'নিজেকে নেতা বলে, ৩৮ হাজার ভোটে হেরেছে, সংসদে কী করবে?'। খড়দায় ভোটের প্রচারে গিয়ে এভাবেই বাম প্রার্থী সুজনকে আক্রমণ করেছিলেন সৌগত। আবার ইদের সকালে কামারহাটিতে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়। এখন দমদমের মানুষ সৌগতয় আস্থা রাখেন কিনা , তার জবাব মিলবে ৪ জুন। তাছাড়া বরনগর নতুন বিধায়ক হিসেবে কাকে পছন্দ করে, সেটাও দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা