TMC Candidate: এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী
Jana Garjan Sabha Live: আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন মমতা-অভিষেক। সব খবর সরাসরি।
LIVE
![TMC Candidate: এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী TMC Candidate: এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/10/87cf0c4323557f58d4aaba1c1ae0ec831710032924855385_original.jpg)
Background
Jana Garjan Sabha: আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন। প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন মমতা-অভিষেক।
TMC Brigade Rally: তৃণমূলের জনগর্জনে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। ব্রিগেডে থাকছে র্যাম্প চমক। হেঁটে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন বক্তারা। জেলা থেকে কলকাতায় কর্মী-সমর্থকরা। ক্যাম্পে থাকা-খাওয়ার ব্যবস্থা।
Traffic Update: তৃণমূলের ব্রিগেডের জন্য কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ। ব্রিগেড-সহ মধ্য কলকাতাকে ১০ সেক্টরে ভাগ। নিরাপত্তার চাদরে কলকাতা। ড্রোনে নজরদারি।
Brigade Rally in Kolkata: ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে শুভেন্দু-সুকান্ত। হাইকোর্টের নির্দেশে আজ ন্যাজাটের আক্রাতলায় সভা করবে বিজেপি। রাজ্যের ১৪৪ ধারার যুক্তি খারিজ।
রবিবারে তৃণমূলের ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্রিগেড-সহ মধ্য কলকাতাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার। ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। হাওড়া, শিয়ালদা-সহ বেশ কয়েকটি জায়গা থেকে মিছিল করে আসবেন তৃণমূল কর্মীরা।
Jonogorjon Sabha Live Update: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে? দেখুন পূর্ণাঙ্গ তালিকা
আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ? রইল পূর্ণাঙ্গ তালিকা
ক্লিক করুন: লোকসভা ভোটে তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা
TMC Candidate List 2024: তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ পাঠান
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক। তালিকায় রয়েছেন ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য।
TMC Candidate: এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী
এবারের ভোটে তৃণমূলের ২৬ জন নতুন প্রার্থী
TMC Candidate List: হুগলিতে লড়াইয়ে দুই দিদি
হুগলিতে এবার লোকসভা ভোটে লড়াইয়ে নামছেন দুই দিদি। বিজেপির হয়ে মাঠে নামছেন লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের হয়ে ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়
TMC Candidate List: লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট বিজেপি থেকে আসা ৪ জনের
লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পেলেন বিজেপি থেকে আসা ৪ জন। তাঁরা হলেন, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)