Lok Sabha Election 2024: '২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছেন', প্রধানমন্ত্রীর আশ্বাস-প্রসঙ্গে খোঁচা অভিষেকের
PM Modi: রেখা পাত্রর পর অমৃতা রায়। বসিরহাটের পর সম্প্রতি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী
কুলপি : গরমের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ভোট-উত্তাপ। বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করছেন রাজনৈতিক নেতারা। চলছে প্রতিশ্রুতি-পাল্টা প্রতিশ্রুতির পর্বও। এবার প্রধানমন্ত্রীর আশ্বাসের প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কুলপির জনসভা থেকে বিজেপির সমালোচনা করে তিনি বলেন, '২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছেন।' Lok Sabha Election 2024
২১ টাকার প্রসঙ্গ ব্যাখ্যা করে এদিন জনসভায় অভিষেক বলেন, "বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে, কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ুর এক বিজেপি প্রার্থী আছেন। এঁদের ফোন করে বলেছেন, ইডি ৩ হাজার কোটি টাকা অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে। আমি এই টাকা মানুষকে ফেরত দেব। তার মানে ৩ হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেন, এক একটা মানুষ কত টাকা পাবেন জানেন ? ২১ টাকা। ২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছেন। এঁদের ফাঁদে পা দেবেন ? আমি তো ক্যামেরার সামনে বলছি। এ তো কত বড় দু'নম্বরি। ১৪০ কোটি মানুষকে ৩ হাজার কোটি টাকা ফেরত দিলে ২১ টাকা ৩০ পয়সা । আপনি ২২ টাকা ধরুন। সবার অ্যাকাউন্টে মোদিজি ২১ টাকা ৩০ পয়সা দেবেন। দিয়ে বলবেন, আপনার ৫ বছরের ভোট দিন। তার মানে, মানুষকে কত দুর্বল ভাবছে এরা। বহিরাগত, বাংলা-বিরোধী, স্বৈরাচারী, অত্যাচারীরা।"
রেখা পাত্রর পর অমৃতা রায়। বসিরহাটের পর সম্প্রতি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে মোদি বলেন, 'বাংলায় গরিবদের কাছ থেকে লুঠ করা হয়েছে। ৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED। সেই টাকা গরিবদের ফেরানোর আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।' প্রধানমন্ত্রী আরও বলেন, 'একদিকে বিজেপি দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে বদ্ধপরিকর, আরেক দিকে দুর্নীতিগ্রস্তরা একে অন্যকে বাঁচাতে একজোট হয়েছে।' একইসঙ্গে মোদি আস্থা প্রকাশ করেছেন, বাংলা পরিবর্তনের পক্ষে ভোট দেবে। বিজেপি প্রার্থী অমৃতা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন, ভারতের ব্রিটিশ-শাসনকালে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হচ্ছে।
আরও পড়ুন ; 'চারটি খালি আসনে কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টররা দাঁড়াক', কটাক্ষ অভিষেকের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে