Loksabha Elections 2024: প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ বিজেপির
Loksabha Elections 2024: সোমবার লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে দলের পুরনো কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে বেলগাছিয়ার মনসাতলায়।
সুনীত হালদার, হাওড়া: লোকসভা ভোটের প্রচারে (Loksabha Elections 2024) বেরিয়ে দলের পুরনো কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Howrah's TMC Candidate Prasun Banerjee)। যার জেরে মেজাজ হারান তিনি। পরে এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে নটা নাগাদ বেলগাছিয়ার মনসাতলায় তিনি যখন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে প্রচার করছিলেন সেই সময় বেশ কিছু দলের পুরনো কর্মী বিক্ষোভ দেখান। তাঁরা, প্রসূন বন্দ্যোপাধ্যায় গো ব্যাক স্লোগান দেন। এতে ধৈর্য্য হারান প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর এই ছবি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা দেখে কটাক্ষ করছে বিরোধীরা।
এপ্রসঙ্গে বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূলের পুরনো কর্মীরা জানিয়েছেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও শিবপুর বিধানসভা কেন্দ্রের পুরনো দলীয় কর্মীদের সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকী বুথে বুথে কীভাবে দায়িত্ব পালন করা হবে সেই ব্যাপারেও তাঁদের সঙ্গে ডেকে কথা বলা হয়নি। এই বিষয় নিয়ে ওই কর্মীরা সাংসদকে বারবার জানালেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ায় তাঁরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ জানাতে থাকেন, যদি এভাবেই সবকিছু চলতে থাকে তবে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে লিড পাওয়া দলের পক্ষে কঠিন হবে।
এদিকে হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এই ঘটনার তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, "যেভাবে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকায় তোলাবাজি সহ নানা ধরনের কাটমানির খেলা চলছে তাতে মন্ত্রী এবং সাংসদ দুজনেই দায়ী। সাংসদ এবং মন্ত্রী দুজনেই দুর্নীতিতে যুক্ত। আজ মানুষ ক্ষোভ চেপে রাখতে না পেরে বিক্ষোভ দেখান।"
হাওড়া লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপির রথীন চক্রবর্তীর সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছেন বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আগামী ২০ মে ভোট হবে এখানে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Lok Sabha Poll 2024: 'দাদুর' হয়ে 'নাতির' ভোট, দাদুর নামই বলতে পারল না 'নাতি' !