Jalpaigiuri News: মাটিতে পড়ে দলীয় পতাকা, CPM প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
West Bengal News: ভাঙচুর করা হয়েছে বাড়ি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিস। মাটিতে পড়ে সিপিএমের দলীয় পতাকা। পড়ে রয়েছে ভাঙা চেয়ার।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির মাগুরমারিতে বাইক বাহিনীর তাণ্ডব। সিপিএমের গ্রাম পঞ্চায়েত প্রার্থীর বাড়ি ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ দেগেছে শাসক দল।
বাইক বাহিনীর তাণ্ডব: ভাঙচুর করা হয়েছে বাড়ি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিস। মাটিতে পড়ে সিপিএমের দলীয় পতাকা। পড়ে রয়েছে ভাঙা চেয়ার। পঞ্চায়েত ভোটের একদিন আগেও অব্য়াহত সন্ত্রাস। জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারিতে রাতের অন্ধকারে সিপিএম প্রার্থীর বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার বিকেল থেকেই এলাকায় তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। গভীর রাতে ভাঙচুর করা হয় মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের ১৫ বাই ১৩২ নম্বর বুথের সিপিএম প্রার্থী মহম্মদ আলিমুদ্দিনের বাড়ি এবং পার্টি অফিস।
মাগুরমাড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী মহম্মদ আলিমুদ্দিন, “ওরা কালকে বিকেল থেকে বাইক বাহিনী ঘোরা ফেরা করেছে এলাকা উত্তপ্ত করার জন্য। সারা রাতই প্রায় ঘোরা ফেরা করেছে। আড়াইটে তিনটের দিকে এসে ভাঙচুর করেছে। আমি বেরার ফাঁক দিয়ে দেখছি। বেরা ভেঙে দিল। ভোটের মাঠে গেলে এজেন্ট দিলে পা ভেঙে দেব বলে চলে গেল। আমি খুব ভীত। তৃণমূলের ছেলেরা কয়েকজনকে আমি চিনতে পেরেছি।’’
যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক রাজেশ সিংহ বলেন, “পুরোপুরি মিথ্যে অভিযোগ। কেউ কারও বাড়ি ভাঙচুর করেনি, কাউকে মারধরও করেনি। সিপিএমের সঙ্গে লোক নেই। তাই প্রচারে আসতে মিথ্যে অভিযোগ করছে তারা।’’ ঘটনার পর থেকেই আতঙ্কে সিপিএম প্রার্থী ও তাঁর পরিবার।
এদিক কুলপিতে কংগ্রেসের বুথ সভাপতি আলফাজউদ্দিন হালদার খুনের ঘটনায় তৃণমূল প্রার্থীর ২ ছেলে সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। দক্ষিণ গাজিপুর পঞ্চায়েতে সোমবার নির্দল প্রার্থীর হয়ে ভোট প্রচারের সময় আলফাজউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর পুলিশ গতকাল বিকেলেই ৪ তৃণমূল কর্মী-সমর্থককে গ্রেফতার করে। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?





















