UP Assembly Election 2022 : এবার উত্তরপ্রদেশেও অস্বস্তিতে বিজেপি, দল ছাড়লেন মন্ত্রী ও ৩ বিধায়ক
BJP minister Swami Prasad Maurya quits party : স্বামীপ্রসাদের বিজেপি ত্যাগের পরই ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানান অখিলেশ যাদব।
লখনৌ : গোয়ার (Goa) পর এবার উত্তরপ্রদেশেও অস্বস্তিতে বিজেপি। ভোটের মুখে জোর ধাক্কা খেলেন যোগী আদিত্যনাথ। বিজেপি ছাড়লেন এক মন্ত্রী ও তিন বিধায়ক। মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর দল ছাড়ার ঘোষণা করলেন স্বামীপ্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)। এরপরই বিজেপি ছাড়েন ৩ বিধায়ক- রোশনলাল শর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতী সাগর। স্বামীপ্রসাদের বিজেপি ত্যাগের পরই ছবি পোস্ট করে তাঁকে স্বাগত জানান অখিলেশ যাদব। স্বামীপ্রসাদের সঙ্গে বৈঠকে বিজেপির আরও ৬ বিধায়ক।
এএনআই সূত্রের খবর, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের কাছে জমা দেওয়া ইস্তফাপত্রে স্বামীপ্রসাদ লিখেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে আমি রাজ্যে শ্রম ও জনকল্যাণমন্ত্রী হিসেবে কাজ করেছি। মন্ত্রী পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। কারণ, এই সরকার সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের জন্য কাজ করে না।
পদত্যাগের কারণ হিসেবে তিনি এএনআই-কে আরও বলেন, সরকারের দলিত, অনগ্রসর শ্রেণি, কৃষক, যুবক ও ব্যবসায়ী-বিরোধী মানসিকতা দেখে আমি যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। সমর্থকদের সঙ্গে আলোচনা করব। অন্য দলে যোগদানের বিষয়ে তার পরই সিদ্ধান্ত নেব। আগামী দিনে আরও অনেক বিধায়ক পদত্যাগ করবেন।
আরও পড়ুন ; গোয়ায় ভোটের আগে ধাক্কা বিজেপির, মন্ত্রী ও বিধায়ক পদে ইস্তফা মাইকেল লোবোর
তাঁর পদত্যাগের পর পরই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ট্যুইট করেন। তিনি লেখেন, স্বামীপ্রদাস মৌর্যকে সমাজবাদী পার্টিতে স্বাগত জানাচ্ছি। উনি রাজ্যে সামাজিক ন্যায়বিচার ও সমতার জন্য লড়াই করেছেন। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে একটা বিপ্লব হবে, ২০২২-এ পরিবর্তন আসবে।
দিনকয়েক আগেই বিজেপি সরকারের মন্ত্রী মাইকেল লোবো উপেক্ষার অভিযোগ তুলে ইস্তফা দেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের কাছে পদত্যাগপত্র পেশের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আশা করছি আমার নির্বাচন কেন্দ্র কালানগুটের মানুষ এই সিদ্ধান্তকে সম্মান করবেন।
মাইকেল লোবো আরও জানান,অন্য দলগুলির সঙ্গে তাঁর কথাবার্তা চলছে। দলে তাঁর ও দলের কর্মীদের উপেক্ষিত হওয়ার বিষয়টি নিয়ে খুবই অসন্তুষ্ট তিনি।