Uttarakhand Elections 2022 Results: উত্তরাখণ্ডে এগিয়ে বিজেপি, লড়াইয়ে পিছিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি
Uttarakhand Elections 2022: ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪৫টি আসনে। কংগ্রেস ২২টি আসনে এগিয়ে রয়েছে।
দেরাদুন: দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট গণনা আজ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনার কাজ। প্রাথমিক ট্রেন্ড থেকেই পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে এগিয়ে ছিল বিজেপি। সময় যত এগোচ্ছে ততই গেরুয়া ঝড়ের দাপট বাড়ছে দেশে। উত্তরপ্রদেশে ২৬০-টির বেশি আসনে এগিয়ে বিজেপি। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪৫টি আসনে। কংগ্রেস ২২টি আসনে এগিয়ে রয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কংগ্রেসের হরিশ রাওয়াত নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার ৩৬।
এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে আমরা উত্তরাখণ্ডের জনগণকে কল্যাণমূলক নীতি দিয়েছি এবং প্রত্যাশিত ফলাফল পেয়েছি।"
#UttarakhandElections2022 | Under the leadership of PM Modi and CM Pushkar Singh Dhami, we gave welfare policies to the people of Uttarakhand and have got expected results: Union minister & state in-charge Pralhad Joshi in Dehradun pic.twitter.com/C3gbmzExat
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 10, 2022
ভোটগণনা হচ্ছে পাঞ্জাব, গোয়া এবং মণিপুরেও। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল খাতা খুলতে না পারলেও, তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এগিয়ে ৪টি আসনে। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। এর মধ্যে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি এগিয়ে ১৮টি আসনে। কংগ্রেস ১১ ও আপ ২টি আসনে এগিয়ে। গোয়ায় ম্যাজিক ফিগার ২১। পানাজি আসনে ৮০০ ভোটে পরাজিত উৎপল পর্রীকর। বিজেপি টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন।
অন্যদিকে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ১২০-টির বেশি আসনে এগিয়ে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২। গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৬ ও বহুজন সমাজ পার্টি ৬টি আসনে এগিয়ে। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পশ্চিম উত্তরপ্রদেশের আগরা বাদে সবকটি আসনেই ভাল লড়াই করছে সমাজবাদী পার্টি।
পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। আপ একাই পেয়েছে ৯০টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৫, শিরোমণি অকালি দল ৮, বিজেপি ৩টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পিছিয়ে পাটিয়ালা কেন্দ্রে।
৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির। বিজেপি ২৫ ও কংগ্রেস ১১, এনটিপি ১১ ও এনপিএফ ৬ ও নির্দলরা ৭টি আসনে এগিয়ে। মণিপুরে ম্যাজিক ফিগার ৩১।