এক্সপ্লোর
WB Assembly Election 2021 LIVE Updates: মাননীয়া বলেছেন ভবানীপুর বড় বোন, নন্দীগ্রাম মেজ বোন, এবার ডোমজুড় ও বালিকে সেজ ও ছোটবোন বলবেন, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
জয় শ্রীরাম বলব সব জায়গায়। নেতাজির জন্মদিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম স্লোগানে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রসঙ্গে বললেন দিলীপ।

Background
বীরভূম: এবার সব জায়গাতেই জয় শ্রীরাম বলব, গতকাল তারাপীঠে পৌঁছে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। তার প্রেক্ষিতেই বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য।
আজ সকালে তারাপীঠ মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। বলেন, রাজ্যবাসীর সুখ-শান্তি কামনায় পুজো দিয়েছি। এবারের নির্বাচনে রাজ্যে আমরা ২০০ আসন পাব।
মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির।
17:47 PM (IST) • 26 Jan 2021
আমি ২৪শে ডিসেম্বর বলেছিলাম, 'কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে'। কাল পুরশুড়ায় গিয়ে আমার স্লোগান নকল করেছে তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী।
16:40 PM (IST) • 26 Jan 2021
আমি ২৪শে ডিসেম্বর বলেছিলাম, 'কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে'। কাল পুরশুড়ায় গিয়ে আমার স্লোগান নকল করেছে তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী।
Load More
Tags :
West Bengal Breaking Live Tamluk Rally West Bengal News WB Assembly Election 2021 LIVE WB Assembly Election 2021 News Bengal CM West Bengal Election News West Bengal Election 2021 News LIVE West Bengal News LIVE Suvendu Adhikary WB Assembly Election 2021 Abhishek Banerjee Attacks BJP BJP TMC Abhishek Banerjee Dilip Ghosh Mamata Banerjeeবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update





















