Bhawanipur By-election 2021 Result: ভবানীপুর সহ সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে শুরু ভোট গণনা
Bhawanipur Assembly, WB By-election 2021 Result: রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ।
কলকাতা: হাইভোল্টেড ভবানীপুর কেন্দ্র সহ মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে শুরু হয়েছে ভোট গণনা। রবিবাসরীয় সকালে চড়ছে উত্তেজনার পারদ।
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা চলছে। ২১ রাউন্ড গণনা হবে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। সকাল সকাল গণনাকেন্দ্রে পৌঁছে যান বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। গণনা কেন্দ্রের বাইরে থাকা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে, পরিস্থিতি খতিয়ে দেখে ফিরে যান ফিরহাদ হাকিম। গণনা কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্রের বাইরে জারি রয়েছে ১৪৪ ধারা।
মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা শুরু হয়েছে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী। জঙ্গিপুরে মোট ২৬ রাউন্ড গণনা হবে। সামশেরগঞ্জে গণনা হবে মোট ২৪ রাউন্ড। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুল। প্রথম বলয়ে থাকবে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। আর তৃতীয় বলয় - অর্থাৎ গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা ১৪৪ ধারা।
আরও পড়ুন: WB By-election 2021 Result: আজ উপনির্বাচনের ফল ঘোষণা, নজরে 'হাইভোল্টেজ' ভবানীপুর
গত বৃহস্পতিবার ভবানীপুরে ভোটের শুরু থেকেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। সকাল থেকে বুথে বুথে ঘুরতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। ১২৬ নম্বরে বুথে গিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। ভবানীপুর ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের এই বুথে কারচুপি হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও ফিরহাদ হাকিম প্রতিক্রিয়া দিয়েছিলেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ করছে বিজেপি। এর পাশাপাশি প্রিয়ঙ্কার অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশনও জানিয়ে দেয়, মক পোলের জন্য দেরি হয়েছে। কোনও ইভিএম বিভ্রাট হয়নি।