WB By-election 2022 Live : দিনের শেষে বালিগঞ্জে ৪১.১০ শতাংশ, আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়ল, জানালেন পার্থ
Ballygunge and Asansol By-Poll Live Updates: চোখ রাখুন উপনির্বাচনের প্রতি মুহূর্তের খবরের আপডেটে।
LIVE
Background
বালিগঞ্জ ও আসানসোল : আজ আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ (Ballygung) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আসানসোলে ভোটের নিরাপত্তায় থাকছে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং (Web-Casting) ব্যবস্থা। এখানকার প্রতিটি বুথই স্পর্শকাতর। অন্যদিকে, বালিগঞ্জে লড়াই মূলত চতুর্মুখী। ভোটের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
গত বছর কালীপুজোর রাতে মৃত্যু হয় বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। তাঁর মৃত্যুতে ফাঁকা হয়ে যাওয়া আসনে এবার ভোট হচ্ছে। গত বিধানসভা ভোট হোক কী, পুরনির্বাচন। প্রতিটি ভোটের নিরিখেই বালিগঞ্জে অ্যাডভান্টেজ তৃণমূল। এবার কী হবে? উত্তর মিলবে ১৬ তারিখ। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রায় আড়াই লক্ষ ভোটার ভোট দেবেন মঙ্গলবার।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এখানকার ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর। ১০০ শতাংশ বুথেই CCTV নজরদারি থাকবে। ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথ ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ২০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ (West Bengal Police)।
অন্যদিকে, আগামীকাল উপনির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রেও। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী। ৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।
Ballygunge By Election Live: দিনের শেষে বালিগঞ্জে ৪১.১০ শতাংশ, আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়ল, জানালেন পার্থ
উপনির্বাচনে দিনের শেষে বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Ballygunge By Election Live: দিনের শেষে বালিগঞ্জে ৪১.১০ শতাংশ, আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়ল, জানালেন পার্থ
উপনির্বাচনে দিনের শেষে বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
WB By-election 2022: বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন? প্রশ্ন বিজেপি প্রার্থী কেয়া ঘোষের
বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন? এই প্রশ্ন তুলে বালিগঞ্জ বিধানসভার একাধিক বুথে সরব হলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। যদিও বিজেপি প্রার্থীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের কটাক্ষ, প্রচারে আসতে বিশৃঙ্খলার চেষ্টা করেন বিজেপি প্রার্থী।
Ballygunge By Election Live: শেষলগ্নে বালিগঞ্জের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে উত্তেজনা
ভোটের শেষলগ্নে বালিগঞ্জের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে উত্তেজনা। ভুয়ো ভোটার অভিযোগে এক মহিলাকে বুথ থেকে বের করে দিল তৃণমূল। নির্দল প্রার্থীর এজেন্ট বলে নিজেকে দাবি করেন ওই মহিলা। যদিও শাসক দলের অভিযোগ বিজেপির হয়ে ভোট দিতে এসেছিলেন ভবানীপুরের ভোটার ওই মহিলা।
WB By-election 2022: বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা
বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী, দু’ জনেই ওই বুথে যান। পুলিশকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী।