WB By-election 2022 Live : দিনের শেষে বালিগঞ্জে ৪১.১০ শতাংশ, আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়ল, জানালেন পার্থ
Ballygunge and Asansol By-Poll Live Updates: চোখ রাখুন উপনির্বাচনের প্রতি মুহূর্তের খবরের আপডেটে।
LIVE

Background
Ballygunge By Election Live: দিনের শেষে বালিগঞ্জে ৪১.১০ শতাংশ, আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়ল, জানালেন পার্থ
উপনির্বাচনে দিনের শেষে বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Ballygunge By Election Live: দিনের শেষে বালিগঞ্জে ৪১.১০ শতাংশ, আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়ল, জানালেন পার্থ
উপনির্বাচনে দিনের শেষে বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
WB By-election 2022: বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন? প্রশ্ন বিজেপি প্রার্থী কেয়া ঘোষের
বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন? এই প্রশ্ন তুলে বালিগঞ্জ বিধানসভার একাধিক বুথে সরব হলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। যদিও বিজেপি প্রার্থীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের কটাক্ষ, প্রচারে আসতে বিশৃঙ্খলার চেষ্টা করেন বিজেপি প্রার্থী।
Ballygunge By Election Live: শেষলগ্নে বালিগঞ্জের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে উত্তেজনা
ভোটের শেষলগ্নে বালিগঞ্জের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে উত্তেজনা। ভুয়ো ভোটার অভিযোগে এক মহিলাকে বুথ থেকে বের করে দিল তৃণমূল। নির্দল প্রার্থীর এজেন্ট বলে নিজেকে দাবি করেন ওই মহিলা। যদিও শাসক দলের অভিযোগ বিজেপির হয়ে ভোট দিতে এসেছিলেন ভবানীপুরের ভোটার ওই মহিলা।
WB By-election 2022: বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা
বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী, দু’ জনেই ওই বুথে যান। পুলিশকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
