WB Election 2021 : অশীতিপরদের মুখ হাসি, বালুরঘাটে বাড়ি এসে ভোট নিয়ে গেলেন প্রিসাইডিং অফিসার
নির্বাচন কমিশনের নিয়ম মেনে মাসখানেক আগে আবেদন করতে হয় বাড়িতে ভোট দেওয়ার জন্য। এর পরেই আবেদনের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে সত্যতা যাচাই করে কমিশন।
মুন্না অগ্রবাল, বালুরঘাট : বয়স জনিত সমস্যা, তার উপরে দেশ জোড়া করোনা সংকট, এমন পরিস্থিতিতে বাড়ির বাইরে গিয়ে, মাথায় রোদ্দুর নিয়ে ভোট দেওয়া অনেকের পক্ষেই বেশ কষ্টকর। মাঝ এপ্রিলের প্রচন্ড গরম সেইসঙ্গে ভোটের উত্তাপ, দুইয়ের মধ্যে ভোটকেন্দ্রে ভোট দিতে যারা স্বচ্ছন্দ নন, এমন ৮০ বছরের ঊর্ধ্বের বয়স্ক মানুষদের জন্য এবছর নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা রেখেছে। আগে থেকে আবেদন করলে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করছেন ভোট কর্মীরা । এবছর এই অভিজ্ঞতার সাক্ষী রইলেন বালুরঘাটের বেশ কয়েকটি পরিবার । শুক্রবার বালুরঘাট বিধানসভা এলাকায় বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে গিয়ে ভোট দিলেন নির্বাচন কমিশনের কর্মীরা। বাড়িতে বসেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুশি বয়স্ক মানুষরা।
নির্বাচন কমিশনের নতুন নিয়মে ইচ্ছেপ্রকাশ করলে বাড়িতে বসেই ভোট দিতে পারবে ৮০ বছরের বেশি বয়সের বৃদ্ধ-বৃদ্ধারা। এদিন বালুরঘাট বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের ভোট গ্রহণ করলেন নির্বাচন দফতরের কর্মীরা। নির্বাচন কমিশনের নিয়ম মেনে মাসখানেক আগে আবেদন করতে হয় বাড়িতে ভোট দেওয়ার জন্য। এর পরেই আবেদনের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে সত্যতা যাচাই করে কমিশন। এদিন নির্বাচন দপ্তর এর অধীনে বুথে নয় বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের ভোট গ্রহণ করেন প্রিজাইডিং অফিসাররা। নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে সঙ্গে ছিল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। করোনা পরিস্থিতিতে বাইরে না গিয়ে বয়স জনিত কারনে বাড়িতে বসেই ভোট দিতে পেরে খুশি বৃদ্ধ-বৃদ্ধারা।
বালুরঘাটের উত্তরচক ভবানীর নীলিমা রানী দাস ভোট দেওয়ার পর তাঁর ছেলে অলোক রঞ্জন দাস জানান, '' মায়ের বয়স হয়েছে সেই কারণে নির্বাচন দপ্তর থেকে বাড়িতে এসে ভোট নিয়ে গেল।মা এতে স্বস্তি পেলেন । '' বালুরঘাটের রথতলার বাসিন্দা সুজিত মুখোপাধ্যায় জানান, '' ভোট দিয়ে ভালো লাগলো। আরও ভালো লাগল করোনা পরিস্থিতিতে বাইরে যেতে হলো না, আমরা খুশি। ''