Beleghata Political Violence: ভোটের দিন রণক্ষেত্র বেলেঘাটা ! রিপোর্ট তলব কমিশনের
বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে সংঘর্ষ বাঁধে ৷ বোতল ছোড়ার পাশাপাশি চলে পাথরবৃষ্টি। মাটিতে ফেলে চ্যালাকাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সংঘর্ষে আহত দু’পক্ষের বেশ কয়েকজন।
কলকাতা: ভোটের দিন রণক্ষেত্র বেলেঘাটা। রাজবল্লভপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ঝরল রক্ত। বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে সংঘর্ষ বাঁধে ৷ বোতল ছোড়ার পাশাপাশি চলে পাথরবৃষ্টি। মাটিতে ফেলে চ্যালাকাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সংঘর্ষে আহত দু’পক্ষের বেশ কয়েকজন। দু’পক্ষের মধ্যে বোতল-পাথর ছোড়াছুড়ি হয়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। শেষপর্যন্ত জমায়েত হঠাতে সক্ষম হয় পুলিশ। বেলেঘাটা কাণ্ডে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের ৷
বৃহস্পতিবার ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিগর্ভ হয়ে ওঠে মানিকতলা-বেলেঘাটা। মানিকতলার রামকৃ্ষ্ণ সমাধি এলাকায় তুমুল বিক্ষোভের মধ্যে পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে, রক্তাক্ত হল বেলাঘাটা বিধানসভার ট্য়াংরা সেকেন্ড লেনও। ইঁট, রড, পাথর নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি।
#WATCH | TMC supporters gherao car of BJP candidate Kalyan Chaubey in Maniktala, North Kolkata. He says, "Our polling agent was sitting inside when a 50-yr-old woman came to vote instead of a 31-yr-old woman. When the agent objected she was scolded. This is hooliganism of TMC." pic.twitter.com/2aTzFdWevc
— ANI (@ANI) April 29, 2021
মানিকতলায় এদিন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধস্তাধস্তি হয়। কল্যাণ চৌবেকে ধাক্কা, হাতাহাতি, ধস্তাধস্তির অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। তৃণমূলের দাবি, গোলমাল পাকাতে এসেছেন বিজেপি প্রার্থী। কল্যাণ চৌবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এখানে ভোটগ্রহণ প্রক্রিয়া মন্থর করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছে বিজেপির লোকজন।