(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 গামছা থেকে পোশাক, ‘গেরুয়া’য় নিয়মভঙ্গ
কোথায় গলায় গেরুয়া গামছা তো কোথাও গেরুয়া ফতুয়া পরে বুথে বিজেপির এজেন্টরা
হিন্দোল দে ও পার্থপ্রতিম ঘোষ, কাকদ্বীপ : একাধিক বিজেপি নেতার গলায় গেরুয়া গামছা, গেরুয়া পোশাক, দলের রং বহন করেই সটান বুথে বিজেপির এজেন্ট। দ্বিতীয় দফার ভোটের দিন একাধিক বুথে চোখে পড়ল গেরুয়া বাহিনীর নিয়মভঙ্গের ছবি। যা নিয়ে কথা কাটাকাটির পরিস্থিতি। শেষমেশ কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ।
বৃহস্পতিবার সকালে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের, রথতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, গেরুয়া ফতুয়া পরেই, বুথে ঢুকেছেন বিজেপির পোলিং এজেন্ট। এতে আপত্তি জানান তৃণমূলের এজেন্ট। পোশাক পরিবর্তনের কথা বলেন প্রিসাইডিং অফিসার। এনিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন বিজেপির পোলিং এজেন্ট।
কাকদ্বীপের রথতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বিজেপির পোলিং এজেন্ট দীপঙ্কর জানা জানান, ‘‘আমার মনে হয় কোনও নিয়ম ভাঙিনি। জামাতে তো কোনও ছাপ নেই।’’ প্রিসাইডিং অফিসার অবশ্য তাঁকে পোশাক বদলে আসতে বলেন৷ বিজেপির পোলিং এজেন্ট দীপঙ্কর জানা তখন বলেন, ‘‘তাহলে আপনি বলুন কী রং পরব? যে রং বলবেন, সেই রং পড়ব।’’
অন্যদিকে, একই ছবি, বাঁকুড়ার ওন্দা হাইস্কুলে। সেখানে দেখা যায়, মহিলা পরিচালিত বুথে, গামছা গলায় জড়িয়ে হাজির হন বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টরা। সঙ্গে সঙ্গে তাঁদের গেরুয়া গামছা খুলে রাখতে বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জওয়ানরা বলার পরেই গামছা খুলে রাখা হয়৷ সব মিলিয়ে, ভোট শুরুর লগ্নে পশ্চিম ও দক্ষিণের দুই এলাকায় দেখা গেল নিয়মভঙ্গের চেষ্টার ছবি।
একঝলকে দ্বিতীয় দফার ভোট-
৪ জেলার ৩০ আসনে ভোট।
মোট প্রার্থী-১৭১ জন।
কোন কোন জেলার কটি বিধানসভায় ভোট-
পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), বাঁকুড়া (৮) ও দক্ষিণ ২৪ পরগণা (৪)।
পশ্চিম মেদিনীপুরের যে আসনগুলিতে-
খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।
পূর্ব মেদিনীপুর যে আসনগুলিতে ভোট –
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
বাঁকুড়ার যে ৮ আসনগুলিতে ভোট –
তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
দক্ষিণ ২৪ পরগনা যে আসনগুলিতে ভোট-
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।