WB Election 2021: মেদিনীপুরের পাঁচকুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়ি ভাঙচুরের অভিযোগ
বিজেপি নেতা রাহুল সিন্হার উপরও হামলার অভিযোগ।
মেদিনীপুর: মেদিনীপুরের পাঁচকুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।কনভয় লক্ষ্য করে ইঁটবৃষ্টি হয় বলে অভিযোগ। বিজেপি নেতা রাহুল সিন্হার উপরও হামলার অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি।
মেদিনীপুর শহর লাগোয়া এই অঞ্চলে দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে বিজেপির এই প্রতিনিধি দল হামলার মুখে পড়ে বলে অভিযোগ। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেছেন, এই ঘটনার সঙ্গে তাঁদের দল জড়িত নয়। তিনি বিজেপির বিরুদ্ধে প্ররোচনা তৈরির অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, শান্তি বিঘ্নিত করতে নাটক করছে বিজেপি।
মুরলীধরন এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, পুরো ঘটনার কথা তিনি দলের সভাপতিকে জানাবেন।
ট্যুইটারে ভিডিও পোস্ট করে তিনি এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর গাড়ির কাচ ভেঙে গিয়েছে। তাঁর ব্যক্তিগত কর্মীরাও আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
উল্লেখ্য, রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি অভিযোগ করেছে যে, ভোটের ফল ঘোষণার পর তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। এই হিংসার অভিযোগ নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর সূত্রের। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। এই মুহূর্তে নবান্নে পৌঁছেছে চার সদস্যের এই প্রতিনিধি দল।দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব। দিল্লি ফিরে এসে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধিদল।
ভোট-পরবর্তী হিংসার প্রেক্ষিতে ৩ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চিঠি লেখেন রাজ্যের মুখ্য সচিবকে। গতকাল ফের চিঠি লেখেন তিনি। এরপরই রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শপথ গ্রহণের পরই জানিয়ে দিয়েছিলেন যে,কোনওভাবেই হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না। প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
বিস্তারিত আসছে...