WB Election 2021: মালদার বৈষ্ণবনগরে উত্তেজনা, বিজেপি কর্মীকে কাঁচি দিয়ে আঘাতের অভিযোগ
আহত বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালদা : বৈষ্ণবনগরের সাহাবাগান চক এলাকায় এক বিজেপি কর্মীকে কাঁচি দিয়ে আঘাতের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সকালে ভোট চলাকালীন লাইনে দাঁড়িয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। রাগের বশে তৃণমূল কর্মী রফিকুল শেখ বিজেপি কর্মী সুকুমার সাহাকে কাঁচি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। গরুতর আহত অবস্থায় আহত বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে চলছে শেষ দফার ভোটগ্রহণ পর্ব। মালদা জেলার মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর-সহ মোট ৬ আসনে আজ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গণি খান চৌধুরীর গড় আজও মজবুত কি না, তা স্পষ্ট হবে অষ্টম দফার ভোটে। উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্যে প্রথম পদ্মফুল ফুটেছিল বৈষ্ণবনগরের একটি কেন্দ্রেই।
একঝলকে অষ্টম দফার ভোট-
বীরভূম (১১), মুর্শিদাবাদ (১১), মালদা (৬), ও কলকাতা (৭) রাজ্যের এই ৪ জেলার মোট ৩৫ আসনে অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ।
করোনা আক্রান্ত হয়ে মালদার বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের মৃত্যু হয়েছে। মালদা থেকে প্রার্থীকে কলকাতায় আনার পথেই মৃত্যু হয়। সেখানে নির্দল প্রার্থীর মৃত্যু হলেও ভোটগ্রহণ হচ্ছে।
কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িও সমান মাত্রায়। অষ্টম দফায় ভোটগ্রহণ মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতার মোট ৩৫ আসনে। অষ্টম দফার ভোটে মোতায়েন রয়েছে ৬৪১ কোম্পানি বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় ভোটে মোতায়েন রয়েছে ৯৫ কোম্পানি বাহিনী। বীরভূমে ২২৪ কোম্পানি। মালদায় ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং মুর্শিদাবাদে ২১২ কোম্পানি।
জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-
বীরভূম (১১)-
দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর।
মুর্শিদাবাদ (১১)-
খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।
মালদা (৬)-
মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।
কলকাতা (উত্তর) (৭)-
চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া।