WB Election 2021 Rallies: আজও রাজ্যজুড়ে হেভিওয়েট প্রচার, কোথায় কার সভা, রোড শো-দেখে নিন এক ঝলকে
তৃতীয় দফা ভোটের আগে আজ রাজ্যে ফের হেভিওয়েট প্রচার। উত্তরবঙ্গে প্রচারে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
![WB Election 2021 Rallies: আজও রাজ্যজুড়ে হেভিওয়েট প্রচার, কোথায় কার সভা, রোড শো-দেখে নিন এক ঝলকে WB Election 2021 CM Mamata Banerjee Amit Shah Abhishek Banerjee Mithun Chakraborty Holds Public Rallies Road Show WB Election 2021 Rallies: আজও রাজ্যজুড়ে হেভিওয়েট প্রচার, কোথায় কার সভা, রোড শো-দেখে নিন এক ঝলকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/02/2487d3f8b616d5788f8671531b20f4e6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তৃতীয় দফা ভোটের আগে আজ রাজ্যে ফের হেভিওয়েট প্রচার। উত্তরবঙ্গে প্রচারে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
বেলা ১২টায় কোচবিহারের দিনহাটায় সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর বেলা ১২টা ৪০ নাগাদ নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি। দুপুর দেড়টায় আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূলনেত্রীর।নন্দীগ্রামে ভোট পর্ব মিটতেই আজ রেয়াপাড়ার ভাড়াবাড়ি থেকে বেরিয়ে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কোচবিহারেরই শীতলকুচিতে বেলা ১১টায় সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহর। বেলা সাড়ে ১২টায় আলিপুরদুয়ারে সভা করবেন তিনি। দুপুর ৩টেয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম কেন্দ্রে রোড শো রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিকেল সাড়ে ৪টেয় হুগলির আরামবাগে রোড শো।
অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর রোড শো রয়েছে হুগলির পুরশুড়ায়। শ্যামপুরেও রোড শো রয়েছে তাঁর। দুপুরে হাওড়ার ডুমুরজলায় সভা করবেন মিঠুন।
দক্ষিণ ২৪ পরগনার আজ প্রচার করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। বেলা সাড়ে ১১টায় কুলতলিতে সভা রয়েছে তাঁর। দুপুর সাড়ে ১২টায় বাসন্তীতে সভা। দুপুর দেড়টায় বারুইপুর পূর্ব কেন্দ্র সভা করবেন তৃণমূল সাংসদ। এরপর দুপুর তিনটেয় ডায়মন্ড হারবারে রোড শো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও আজ প্রচার করবেন। দুপুর ২টোয় সাতগাছিয়ায় রোড শো রয়েছে তাঁর। বিকেল ৪টেয় বিষ্ণুপুরে সভা করবেন তিনি।
উল্লেখ্য, রাজ্য প্রথম দুই দফায় ৬০ আসনে ভোটগ্রহণ হয়েছে। এবার নজিরবিহীন আট দফায় হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। গতকাল চার জেলার ৩০ আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হয়। এই পর্বের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এখানে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। এদিকে, জানা গেছে, অমিত শাহর নির্দেশে আজই বিজেপির প্রচারে যোগ দিচ্ছেন শুভেন্দু।
গতকাল পশ্চিম মেদিনীপুরের যে আসনগুলিতে ভোট হয়েছে, সেগুলি হল -খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।
পূর্ব মেদিনীপুর যে আসনগুলিতে ভোট হয়েছে সেগুলি হল-তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
বাঁকুড়ার যে ৮ আসনগুলিতে ভোট হয়েছে সেগুলি হল-তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
দক্ষিণ ২৪ পরগনা যে আসনগুলিতে ভোট হয়েছে সেগুলি হল- গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)