WB Election 2021: ভোটের ডিউটি পড়েছে, অথচ ভোটার তালিকায় তিনি 'মৃত', কমিশনকে চিঠি সরকারি কর্মীর
'এই দিন দেখতে হবে কখনও ভাবিনি', বললেন চারু মার্কেট এলাকার বাসিন্দা শৈলেনচন্দ্র ঘোষ
আবির দত্ত, কলকাতা: জীবিত ব্যক্তি। অথচ ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত! আরও আশ্চর্যের হল, সেই মৃত ব্যক্তিরই ২৬ এপ্রিল ভোটের ডিউটি পড়েছে কলকাতা বন্দর এলাকায়! গোটা ঘটনায় বিস্মিত চারুমার্কেট থানা এলাকার বাসিন্দা। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তিনি। পরিবার সূত্রে দাবি, কমিশনের তরফে এখনও তার কোনও জবাব মেলেনি।
দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার বাসিন্দা শৈলেনচন্দ্র ঘোষ। পেশায় সরকারি কর্মচারী। জীবিত শৈলেনচন্দ্র ঘোষকে ভোটার তালিকায় ‘মৃত’ বলে উল্লেখ করা হয়েছে।
আরও আশ্চর্যের হল, ‘মৃত’ শৈলেনচন্দ্র ঘোষকে আবার ভোটের ডিউটিও দেওয়া হয়েছে! ২৬ এপ্রিল সপ্তম দফার ভোটে কলকাতা বন্দর এলাকায় সেকেন্ড পোলিং অফিসারের গুরুদায়িত্ব রয়েছে তাঁর কাঁধে।
ভোটের ডিউটির আইকার্ডও পৌঁছে গিয়েছে তাঁর বাড়িতে। শৈলেনচন্দ্র বললেন, দুমাস চাকরি বাকি আছে। ৯১ সাল থেকে ভোট করে আসছি। এই দিন দেখতে হবে কখনও ভাবিনি।
ভোটার তালিকায় শৈলেনচন্দ্র ঘোষের নামের একদিকে লেখা ‘E’ অর্থাৎ expired। আর একদিকে লেখা আছে ‘Delete’।
পুরো বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন শৈলেনচন্দ্র ঘোষ। চিঠিতে মূলত ৩টি পয়েন্ট উল্লেখ করেছেন তিনি।
১. কর্মজীবনের শেষ প্রান্তে পৌঁছে এমন অভিজ্ঞতা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
২. গোটা ঘটনায় তাঁর ও পরিবারের ওপর মানসিক চাপ তৈরি হয়েছে। কর্মজীবনের শেষ ভোটের কাজে আনন্দের সঙ্গে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও এবার তা সম্ভব হবে না।
৩. তার কারণ হিসেবে তিনি লিখেছেন, পোলিং অফিসারের দায়িত্বই হল ভোটার তালিকা যাচাই করে ভোটদানের সুযোগ করে দেওয়া। কিন্তু ভোটার তালিকায় তিনি যেখানে নিজেই ‘মৃত’, সেখানে কোন যুক্তিতে ডিউটি করবেন?
পরিবার সূত্রে দাবি, নির্বাচন কমিশনের তরফে এখনও এর কোনও জবাব মেলেনি। এই ঘটনায় নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
করোনা ছড়াচ্ছে ভয়াবহ গতিতে। তাই শেষ দু’দফার ভোট করা হোক একসঙ্গে। আজ নির্বাচন কমিশনে গিয়ে এই আবেদন জানাল তৃণমূল।