WB Election 2021 Voting: ভোটের আগে শালবনিতে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ দিলীপের
বাগমারি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হল ওই বিজেপি কর্মী ঝুলন্ত দেহ। মৃতের নাম লালমোহন সরেন। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই পতাকা ছেঁড়া, দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ ঘিরে এলাকা অশান্ত ছিল। প্রতিবাদ করেন বিজেপি কর্মী লালমোহন সরেন। মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।
কলকাতা: ভোটের আগের দিন শালবনিতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। আগামীকাল রাজ্য বিধানসভার নির্বাচনের প্রথম দফায় ৫০ আসনে ভোট গ্রহণ করা হবে। এগুলির মধ্যে রয়েছে শালবনিও। এর একদিন আগে বাগমারি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হল ওই বিজেপি কর্মী ঝুলন্ত দেহ। মৃতের নাম লালমোহন সরেন। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই পতাকা ছেঁড়া, দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ ঘিরে এলাকা অশান্ত ছিল। প্রতিবাদ করেন বিজেপি কর্মী লালমোহন সরেন। মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। আগামীকাল প্রথম দফা নির্বাচনে শালবনি বিধানসভায় ভোট। তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ,খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এর আগে কোচবিহারের দিনহাটায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভোটের আগে এই ঘটনা ঘিরেও রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্ত চেয়েছে গেরুয়া শিবির।
দিনহাটার বিজেপির শহর মণ্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানউতোর চলছে।তৃণমূলের বিরুদ্ধে তোলা খুনের অভিযোগে অনড় বিজেপি আবারও দাবি তুলল সিবিআই তদন্তের। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় গোটা ঘটনায় ফের দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে টার্গেট করেছেন । রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘সিবিআই তদন্ত চাই, উদয়ন গুহকে ষড়যন্ত্রকারী, পরিকল্পিত ভাবে খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে ৷’’
দিনহাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ বলেন, ‘‘কৈলাস তোতাপাখি, ওকে যা শিখিয়ে দেওয়া হয় তাই বলে, আমিও চাই সিবিআই হোক, আসল সত্য উদ্ঘাটন হোক, সুইসাইড নোটে পরিষ্কার সব লেখা আছে ৷’’
বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় বছর বাহান্নর অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভোটের মুখে বিজেপি নেতার দেহ উদ্ধারের ঘটনায় ধুন্ধুমার বেধে যায় দিনহাটায়। বোমাবাজি...আগুন...পুলিশকে লক্ষ্য করে ইট...বিজেপির বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূলের মদতে খুন করা হয়েছে এই অভিযোগে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অফিসও ভাঙচুর করা হয়। বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবারও থমথমে ছিল দিনহাটা। মৃতের বাড়িতে যান কৈলাস বিজয়বর্গীয়, দীনেশ ত্রিবেদী ও দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। পুলিশের বিরুদ্ধেও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি।
রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘পুলিশ সুপারের নার্কো টেস্টের দাবি করছি ৷’’
এদিকে, অমিত সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ট্যুইট করে লেখেন, দেখরে খুলে ত্রিনয়ন, ঝুলছে তোর ওই উন্নয়ন। তবে বিজেপি নেতা যে আত্মহত্যা করেছেন তা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত নেতার কাছ থেকে উদ্ধার হওয়া চিরকুটে তিনজনের নাম ও ফোন নম্বর রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।এদিকে, বিজেপি নেতার মৃত্যুর ঘটনায়, বুধবার রাতেও উত্তেজনা ছড়ায় দিনহাটায়। মাতালহাটে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একে অপরের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।অন্যদিকে, দলীয় নেতার মৃত্যুর প্রতিবাদে কেষ্টপুরে ভিআইপি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখার বিজেপি।