Jalpaiguri 2021 Voting: গেট নাই, ভোট নাই, জলপাইগুড়িতে রেলগেটের দাবিতে ভোটারদের বিক্ষোভ
হাজারের বেশি ভোটার থাকলেও এখনও ভোট পড়েছে মাত্র তিনটে।
সঞ্চয়ন মিত্র, জলপাইগুড়ি : গেট নাই তো ভোট নাই। রেলগেটের দাবিতে জলপাইগুড়িতে ভোট বয়কট করে বিক্ষোভ ভোটারদের। জলপাইগুড়ির দেমধাপাড়া প্রাইমারি স্কুলের বুথ। যেখানে ভোটারের সংখ্যা ১ হাজার ৫০। কিন্তু মাঝ দুপুর পর্যন্ত যেখানে ভোট পড়েছে মাত্র তিনটে। ভোটকেন্দ্রে না গিয়ে এলাকায় রেলগেটের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় ভোটাররা। অন্য যে ভোটাররা ভোট দিতে আসছেন, তাদেরকেও বিক্ষোভের বিষয়ে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, কিন্তু তাদের দীর্ঘদিনের এলাকায় রেলগেট তৈরির দাবি পূরণ হয় না।
শনিবারে রাজ্যের ৬ জেলার মোট ৪৫ আসনে ভোটগ্রহণ চলছে। যার মধ্যে রয়েছে জলপাইগুড়ির ৭ টি বিধানসভা কেন্দ্রও। উত্তরবঙ্গে মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হলেও দক্ষিণবঙ্গে জায়গায় জায়গা বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। নদিয়ার শান্তিপুরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে শনিবার ভোট চলাকালীন সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। মহিলারা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকেই অশান্ত নদিয়ার শান্তিপুর। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রামের ভিতর ভোটারদের ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। পাশাপাশি বিজেপির পোলিং এজেন্টকে বুথে না দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তারপরেও অব্যাহত অশান্তি। কেন্দ্রীয় বাহিনী আশ্বস্ত করার চেষ্টা করলেও ভোটারদের অভিযোগ অন্যদিক থেকে তাঁদের উপর হামলা করা হচ্ছে। বিশাল কেন্দ্রীয় বাহিনী গ্রামে টহল দিচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী ও পুলিশ।
একঝলকে পঞ্চম দফার ভোট-
উত্তর ২৪ পরগনা (১৬), পূর্ব বর্ধমান (৮), নদিয়া (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫) ও কালিম্পং (১) মোট ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহন।
জেলাভিত্তিক যে যে বিধানসভা আসনে ভোট-
উত্তর ২৪ পরগনা (১৬)-
পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।
পূর্ব বর্ধমান (৮)-
খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।
নদিয়া (৮)-
শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা।
জলপাইগুড়ি (৭)-
ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।
দার্জিলিং (৫)-
দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।
কালিম্পং (১)-
কালিম্পং।