(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 LIVE Updates: ‘গো ব্যাক’ স্লোগান, বালিতে বৈশালী ডালমিয়ার প্রচারে ‘বাধা, বিক্ষোভ’ তৃণমূলের
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দাবি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নিজে না সরলে আমাকে সরানো অত সহজ নয় বলে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী। আক্রমণ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। জবাব দিয়েছে বিজেপিও।
LIVE
Background
কলকাতা: মঙ্গলবার রাজ্য বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। এই পর্যায়ে রাজ্যে তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনে ভোট গ্রহণ। এরইমধ্যে রাজনৈতিক প্রতিপক্ষগুলির মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়েছে।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দাবি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নিজে না সরলে আমাকে সরানো অত সহজ নয় বলে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী। আক্রমণ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। জবাব দিয়েছে বিজেপিও।
নন্দীগ্রামের ভোট মিটলেও, এখনও এভাবে অব্যাহত রয়েছে তরজা। ফল ঘোষণার আগেই, যুযুধান দু’পক্ষই জিতে যাওয়ার দাবি করছেন।চলছে পরস্পরের উপর মানসিক চাপ তৈরির লড়াই।
সেই কৌশলেই শনিবার রাজ্যে এসে কিষাণ সম্মান নিধি নিয়ে সরকারি আধিকারিকদের বার্তা দিয়েছেন মোদি।বলেছিলেন,বিজেপি সরকারের শপথগ্রহণের সময় আমি আসব। বাংলায় নতুন মুখ্যমন্ত্রীকে বলব প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নিন। যেখানে ভোট হয়ে গেছে, সেখানকার আধিকারিকদের বলব, এখন থেকে কৃষকদের নামের তালিকা তৈরি করা শুরু করে দিন।
গতকাল খানাকুলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাল পিএম বলছে, আমি শপথে আসবো...এই কাজ করব। আইন মেনে এসব বলছেন? আগে দিল্লিতে সামলান। আপনার আমার রাজ্যের অফিসারে এসব বলার অধিকার নেই, আপনি ভগবান না সুপারম্যান? আমি তোমাদের অফিসারকে নির্দেশ দেব, এটা হবে?
নরেন্দ্র মোদি থেকে আমিত শাহ...রাজ্য সফরে এসে কেন্দ্রীয় প্রকল্প এখানে চালু না করার অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করছে। গতকাল তারও জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী।
মোদি বলেছিলেন, দিদি বাংলার লক্ষ লক্ষ কৃষককে ভারত সরকারের প্রকল্প থেকে বঞ্চিত করেছেন...২ মে বাংলায় শুধু ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে না, ডাবল বেনিফিট সরকার থাকবে।
এর জবাবে গতকাল মমতা বলেছেন, মোদি-অমিত শাহ রোজ এখানে এসে মিথ্যে বলছে...দিল্লিতে ছ’বছর থেকেও বাংলার জন্য একটাও কাজ করেনি। কৃষকদের লিস্ট পাঠানো আছে, ভাল নাটক করতে পারে। আগে খুন করবে, তারপর চোখের জল ফেলবে।সব মিলিয়ে ভোট তৃতীয়ার আগে তৃণমূল-বিজেপি তরজায় সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
এরইমধ্যে বিজেপির মিঠুন চক্রবর্তীর পাল্টা এবার তৃণমূলের জয়া বচ্চন। তৃণমূলের হয়ে রাজ্যে প্রচারে অমিতাভ-পত্নী। আজ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের হয়ে রোড শো। ৮ এপ্রিল পর্যন্ত থাকবেন তৃণমূলের প্রচারসভায়।
এছাড়াও আজও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচী হয়েছে রাজনৈতিক হেভিওয়েটদের।
West Bengal Election 2021: বালিতে বৈশালী ডালমিয়াকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
বালির বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা, বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন বেলুড়ের ভোটবাগান এলাকায় প্রচারে যান বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। তাঁর অভিযোগ, প্রচার আটকাতে বাধা দেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। যদিও তৃণমূলের দাবি, করোনার সময় দেখা মেলেনি বৈশালী ডালমিয়ার। সেই কারণেই প্রচারে বেরিয়ে জনরোষের মুখোমুখি হয়েছেন বিজেপি প্রার্থী। মাসকয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বালির বিদায়ী বিধায়ক বৈশালী ডালমিয়া।
WB Election 2021 LIVE: জে পি নাড্ডার সভা ঘিরে জটিলতা
শ্রীরামপুর স্টেডিয়ামে জে পি নাড্ডার সভা ঘিরে জটিলতা। মাঠে জন সমাগম না হওয়ায় প্রথমে সভা বাতিল বলে ঘোষণা করা হয়। সভাস্থল ছেড়ে অনেকেই ফিরে যান। এরপর মঞ্চে এসে সায়ন্তন বসু ঘোষণা করেন, সভা করবেন নাড্ডা।
West Bengal Election 2021: আইএসএফ প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ
হাড়োয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূলের। এদিন শাসন ও বেলেঘাটা এলাকায় প্রচারে যান আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি। সেখানে তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ঝাঁটা-জুতো, কালো পতাকা দেখানোর পাশাপাশি দেওয়া হয় গো ব্যাক স্লোগান। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন আইএসএফ প্রার্থী। তৃণমূলের দাবি, বাম জমানার ৩৪ বছরে যারা এলাকায় অত্যাচার চালায়, তাদের নিয়ে প্রচারে আসায় আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: সাইকেল চালিয়ে প্রচার লকেটের
সাইকেল চালিয়ে প্রচার করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ব্যান্ডেলের কেওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেল চালিয়ে জনসংযোগ সারেন লকেট। এর আগে গরুর গাড়িতে চড়ে প্রচার করেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী।
West Bengal Election 2021: কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দি। লোহাপট্টি এলাকায় কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই কর্মী বেঁচে যান বলে দাবি কংগ্রেসের। গুলি চলার অভিযোগ তুলে কান্দি থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। অভিযোগও দায়ের হয়। অন্যদিকে, কান্দির আলুপট্টি এলাকায় বিজেপি সমর্থকের দোকানের হামলার অভিযোগেও নাম জড়িয়েছে তৃণমূলের। এই ঘটনায় কান্দি থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী গৌতম রায়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। অশান্তির জন্য দায়ী বিরোধীরাই, প্রতিক্রিয়া কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের।