WB Election 2021 LIVE Updates: ‘গো ব্যাক’ স্লোগান, বালিতে বৈশালী ডালমিয়ার প্রচারে ‘বাধা, বিক্ষোভ’ তৃণমূলের
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দাবি করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নিজে না সরলে আমাকে সরানো অত সহজ নয় বলে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী। আক্রমণ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। জবাব দিয়েছে বিজেপিও।
LIVE

Background
West Bengal Election 2021: বালিতে বৈশালী ডালমিয়াকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
বালির বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা, বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন বেলুড়ের ভোটবাগান এলাকায় প্রচারে যান বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। তাঁর অভিযোগ, প্রচার আটকাতে বাধা দেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। যদিও তৃণমূলের দাবি, করোনার সময় দেখা মেলেনি বৈশালী ডালমিয়ার। সেই কারণেই প্রচারে বেরিয়ে জনরোষের মুখোমুখি হয়েছেন বিজেপি প্রার্থী। মাসকয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বালির বিদায়ী বিধায়ক বৈশালী ডালমিয়া।
WB Election 2021 LIVE: জে পি নাড্ডার সভা ঘিরে জটিলতা
শ্রীরামপুর স্টেডিয়ামে জে পি নাড্ডার সভা ঘিরে জটিলতা। মাঠে জন সমাগম না হওয়ায় প্রথমে সভা বাতিল বলে ঘোষণা করা হয়। সভাস্থল ছেড়ে অনেকেই ফিরে যান। এরপর মঞ্চে এসে সায়ন্তন বসু ঘোষণা করেন, সভা করবেন নাড্ডা।
West Bengal Election 2021: আইএসএফ প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ
হাড়োয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূলের। এদিন শাসন ও বেলেঘাটা এলাকায় প্রচারে যান আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি। সেখানে তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ঝাঁটা-জুতো, কালো পতাকা দেখানোর পাশাপাশি দেওয়া হয় গো ব্যাক স্লোগান। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন আইএসএফ প্রার্থী। তৃণমূলের দাবি, বাম জমানার ৩৪ বছরে যারা এলাকায় অত্যাচার চালায়, তাদের নিয়ে প্রচারে আসায় আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB Election 2021 LIVE: সাইকেল চালিয়ে প্রচার লকেটের
সাইকেল চালিয়ে প্রচার করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ব্যান্ডেলের কেওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেল চালিয়ে জনসংযোগ সারেন লকেট। এর আগে গরুর গাড়িতে চড়ে প্রচার করেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী।
West Bengal Election 2021: কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দি। লোহাপট্টি এলাকায় কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই কর্মী বেঁচে যান বলে দাবি কংগ্রেসের। গুলি চলার অভিযোগ তুলে কান্দি থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। অভিযোগও দায়ের হয়। অন্যদিকে, কান্দির আলুপট্টি এলাকায় বিজেপি সমর্থকের দোকানের হামলার অভিযোগেও নাম জড়িয়েছে তৃণমূলের। এই ঘটনায় কান্দি থানায় বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী গৌতম রায়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। অশান্তির জন্য দায়ী বিরোধীরাই, প্রতিক্রিয়া কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
