WB Election 2021 LIVE Updates: স্ত্রী তৃণমূল প্রার্থী, আইপিএস স্বামীকে বদলি কমিশনের
West Bengal Election 2021 LIVE Updates: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা লাগোয়া এলাকায় প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ি। এই বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজ নন্দীগ্রামে কর্মিসভা রয়েছে তৃণমূলনেত্রীর। বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা।
LIVE
Background
কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা আসনে এবার ক্ল্যাশ অফ টাইটানস্! নিজের ভবানীপুর কেন্দ্র ছেড়ে জমি আন্দোলনের ধাত্রীগৃহে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী নন্দীগ্রামেরই প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। যিনি জমি আন্দোলনে নেত্রীর সতীর্থ ছিলেন। কয়েক মাস আগে পর্যন্ত ছিলেন মমতা সরকারের মন্ত্রিসভার সদস্য।মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, মাটি কামড়ে লড়াইয়ের স্বার্থে দুই প্রার্থীর জন্যই নন্দীগ্রামে ঘর ভাড়া নিয়েছে তৃণমূল ও বিজেপি।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা লাগোয়া এলাকায় প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ি। এই বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
আজ নন্দীগ্রামে কর্মিসভা রয়েছে তৃণমূলনেত্রীর। বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এই দুই কর্মসূচির কারণে ভাড়াবাড়িতে রাত্রিবাস করতে পারেন মুখ্যমন্ত্রী। সেকথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বটতলা এলাকায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, তার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নন্দীগ্রাম বাজারে শুভেন্দু অধিকারীর জন্য বাড়ি ভাড়া নিয়েছে বিজেপি
গেরুয়া শিবিরের অভিযোগ, শুভেন্দু অধিকারীর জন্য বাড়ি ভাড়া নেওয়ার পর থেকেই, বাড়ির মালিককে নানা ভাবে হুমকি দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়ির মালিক অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
এবারের ভোটেও প্রতিটি কেন্দ্রে তিনিই প্রার্থী। গতকাল ফের একথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথে নেমে আরও একবার চাঁছাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। উনি যাই বলুন না কেন, কোনও লাভ হবে না। পাল্টা খোঁচা দিয়ে জবাব বিজেপির।
এরইমধ্যে বিধানসভা ভোটের মুখে তৃণমূলের ৫ বিদায়ী বিধায়ককে দলে টানল বিজেপি! সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের জটু লাহিড়ি, সাঁকরাইলের শীতল সর্দারের মতো বর্ষীয়ান রাজনীতিকরা সোমবার যোগ দিয়েছেন বিজেপিতে। সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসও পদ্মশিবিরে যোগ দিয়েছেন।
WB Election 2021 LIVE: স্ত্রী তৃণমূল প্রার্থী, বদলি আইপিএস স্বামী
স্ত্রী লাভলি মৈত্রকে সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী। হাওড়া গ্রামীণের এসপি-কে বদলি করার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত মানব, তবে সবকিছুই যেন নিরপেক্ষভাবে হয়। প্রতিক্রিয়া লাভলী মৈত্রের।
WB Election 2021 LIVE: অসন্তোষের মুখে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী
দলীয় নেতৃত্বের অসন্তোষের মুখে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর প্রথমবার কৃষ্ণনগরে গেলেও দেখা করলেন না কৃষ্ণনগর পুরসভার প্রশাসক তথা তৃণমূলের জেলা সহ সভাপতি অসীম সাহা। তাঁর বক্তব্য সেলিব্রিটি প্রার্থী নিয়ে কৃষ্ণনগরের মানুষ খুশি নন। সবার কাছে যাব, সবাইকে নিয়ে কাজ করব, প্রতিক্রিয়া কৌশানীর।
West Bengal Election 2021 LIVE: উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসে প্রার্থী অসন্তোষ অব্যাহত
উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসে ফের প্রার্থী অসন্তোষ। ইটাহার, চাকুলিয়ার পর হেমতাবাদেও প্রার্থী বদলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ঘাসফুল শিবিরের নেতাকর্মীরা। দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে টিম পিকের বিরুদ্ধে ক্ষোভ। দু-চারদিনের মধ্যে সব মিটে যাবে। দাবি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির।
Mamata Nandigram Meeting LIVE সোনাচূড়ায় বাসুলি মন্দিরে মমতা
সোনাচূড়ার বাসুলি মন্দির দর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পুজো দেন। মূর্তিতে মালা পরান। এরপর অপেক্ষারত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম কর্মিসভা করেন মমতা। কাল হলদিয়ায় মনোনয়ন পেশ করবেন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার করেন।
Mamata Nandigram Meeting LIVE ‘১ এপ্রিল খেলা হবে’, নন্দীগ্রামে মমতা
প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মিসভা। কাল হলদিয়ায় মনোনয়ন। নন্দীগ্রামের প্রাক্তন সেনাকর্মীর বাড়ির দোতলায় থেকেই তৃণমূলনেত্রীর প্রচার। তিনি বলেন, ‘১ এপ্রিল খেলা হবে। পুরনো অত্যাচারী অনেক সিপিএম নন্দীগ্রামে ফিরেছে। লক্ষ্মণ শেঠের সঙ্গীদের নিয়ে অত্যাচার করেছিল, তারা ঢুকছে। শিব চতুর্দশীর দিন তৃণমূলের ইস্তেহার প্রকাশ হবে।’