এক্সপ্লোর
Advertisement
West Bengal Election 2021: আপত্তি থাকলে পাকিস্তানে পাঠিয়ে দেব, হুঁশিয়ারি সব্যসাচীর, দিদিমণি যেখানেই যাবেন, সেখানেই ‘জয় শ্রী রাম’! ঘোষণা দিলীপের
সব্যসাচী সওয়াল করেন, ‘জয় হিন্দ’, ‘ভারতমাতা কি জয়’-এর মতোই ‘জয় শ্রীরাম’ বলা অন্যায় নয়। পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি, বিজেপিকে জবাব দেবে মানুষ। বিজেপির রুচি নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের নেতা ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেরুকরণের জন্য বিজেপি জয় শ্রীরাম-কে ব্যবহার করছে, এটা কদর্য রাজনীতি, মানুষ মুখের উপর জবাব দেবে বলে জানিয়ে দিয়েছেন।
কলকাতা: ‘জয় শ্রীরাম’-এ আপত্তি হলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ার দিলেন বিজেপি বিধায়ক সব্যসাচী দত্ত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সব্যসাচী মঙ্গলবার ‘এটা পাকিস্তান নয় ভারত, যাঁরা জয় শ্রীরাম শুনে উত্তেজিত হচ্ছেন, তাঁদের পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করে দেবেন’ বলে মন্তব্য করেন। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তীতে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলতে ওঠা মাত্র উঠেছিল ‘জয় শ্রীরাম’ স্লোগান। তা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই এবার সল্টলেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিজেপির মিছিল থেকেও উঠল জয় শ্রীরাম স্লোগান!
সেখানে সব্যসাচী সওয়াল করেন, ‘জয় হিন্দ’, ‘ভারতমাতা কি জয়’-এর মতোই ‘জয় শ্রীরাম’ বলা অন্যায় নয়। পাল্টা তৃণমূলের হুঁশিয়ারি, বিজেপিকে জবাব দেবে মানুষ। বিজেপির রুচি নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের নেতা ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মেরুকরণের জন্য বিজেপি জয় শ্রীরাম-কে ব্যবহার করছে, এটা কদর্য রাজনীতি, মানুষ মুখের উপর জবাব দেবে বলে জানিয়ে দিয়েছেন। আরেক তৃণমূল নেতা ও দমকলমন্ত্রী সুজিত বসু আবার বলেন, কে কোথায় যাবে তা মানুষ ঠিক করবে, এটা নিম্ন রুচির বিষয়।
কিন্তু তাদের বিরোধীরা যা-ই বলুক না কেন, বাংলার হাইভোল্টেজ নির্বাচনী লড়াইয়ে মমতাকে বেগ দিতে রামনাম স্লোগানেই ভরসা রাখছে বিজেপি। মুখ্যমন্ত্রীর সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে জলঘোলা হয়েছে বিস্তর। তা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। কিন্তু সুর চড়িয়ে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঙ্কার, যেখানেই মুখ্যমন্ত্রী যাবেন, সেখানেই উঠবে জয় শ্রীরাম স্লোগান। আমরা আগামী দিনে যেখানে দিদিমণির দেখা পাব, সেখানেই জয় শ্রীরাম স্লোগান তুলব, জয় শ্রীরাম সহ্য করতে পারবেন না কেন? পাল্টা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, নেতাজির জন্মদিন ওরা কলুষিত করেছে, এভাবে সব গুলিয়ে দিতে চাইছে। উনি মাথা খারাপ ঘোষ বলেও দিলীপকে কটাক্ষ করেন তিনি।
সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক যতই হোক, একুশের ভোটে বঙ্গ দখলে বিজেপি যে এটাকে অন্যতম প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে, তা তাদের অবস্থান থেকেই স্পষ্ট।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement