WB Elections 2021: তরোয়াল হাতে ছবি পোস্ট বিজেপি নেতার, কমিশনে অভিযোগ তৃণমূলের
জিভে তরোয়াল ঠেকিয়ে বসে বিজেপি নেতা। উপরে লেখা ‘রক্তের স্বাদ.... চরিত্র কিন্তু বদলাইনি’। নির্বাচনের মুখে এই ফেসবুক পোস্ট ঘিরেই অস্বস্তিতে পদ্ম শিবির। ইতিমধ্যেই যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সোশাল মিডিয়ায় তরোয়াল হাতে ছবি পোস্ট ঘিরে বিতর্কে উত্তর ২৪ পরগনার বিজেপি নেতা। গ্রেফতারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। ভুয়ো প্রোফাইল থেকে পুরনো ছবি পোস্ট করা হয়েছে, সাফাই দিলেন বিজেপি নেতা।
জিভে তরোয়াল ঠেকিয়ে বসে বিজেপি নেতা। উপরে লেখা ‘রক্তের স্বাদ.... চরিত্র কিন্তু বদলাইনি’। নির্বাচনের মুখে এই ফেসবুক পোস্ট ঘিরেই অস্বস্তিতে পদ্ম শিবির। ইতিমধ্যেই যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
সম্প্রতি উত্তর ২৪ পরগনায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেবের তরোয়াল হাতে কয়েকটি ছবি ফেসবুকে দেখা যায়। এর পরই তাঁর নামে কমিশনে অভিযোগ দায়ের করে রাজ্যের শাসক দল। গ্রেফতারের দাবির পাশাপাশি, ওই বিজেপি নেতা যাতে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, তার আবেদন জানানো হয়।
ভুয়ো প্রোফাইল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে বলে সাফাই দিয়েছেন বিজেপি নেতা। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনস্পতি দেব জানান, ‘‘বহুদিন আগে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় মজা করে এই ছবি তুলেছিলাম। ভুয়ো প্রোফাইল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে ৷’’
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তির ছবি ভাইরাল হয়। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির অনুগামী বলে অভিযোগ করে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। সেই ঘটনার রেশ কটাতে না কাটতে এবার তরোয়াল হাতে ছবি দেখা গেল বিজেপি নেতার।