WB Elections 2021: আজ বিজেপিতে যোগ দিচ্ছেন দীনেশ ত্রিবেদী
কিছুক্ষণের মধ্যেই বিজেপি সদর দফতরে যাবেন বলে সূত্রের খবর। কাল মোদির সভায় দেখা যেতে পারে তাঁকে।
![WB Elections 2021: আজ বিজেপিতে যোগ দিচ্ছেন দীনেশ ত্রিবেদী WB Elections 2021: Dinesh Trivedi is joining BJP today WB Elections 2021: আজ বিজেপিতে যোগ দিচ্ছেন দীনেশ ত্রিবেদী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/06/cd71be5cf0137bc023bead6d78f049d3_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ, শনিবারই বিজেপিতে যোগ দিচ্ছেন দীনেশ ত্রিবেদী। কিছুক্ষণের মধ্যেই বিজেপি সদর দফতরে যাবেন বলে সূত্রের খবর। কাল মোদির সভায় দেখা যেতে পারে তাঁকে।
গত মাসে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। দলের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাহলে কি শুভেন্দু-রাজীবের পর এবার বিজেপির পথে দীনেশ ত্রিবেদীও? তা নিয়েও শুরু হয় জল্পনা। সেই জল্পনার অবসান ঘটতে চলেছে এবার।
গত মাসেই নরেন্দ্র মোদির প্রশংসা করে ট্যুইট করেছিলেন দীনেশ ত্রিবেদী। ঠিক তার পরের দিনই নাটকীয়ভাবে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। শুধু পদত্যাগ করাই নয়, তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, দমবন্ধ হয়ে আসছিল। দলে কাজ করতে পারছিলাম না। মনের কথা শুনতে পারছিলাম না। সাংসদ পদ ত্যাগ করার পরই একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন দীনেশ। তাঁর কথায়, ‘রাজনীতির অ আ ক খ জানে না যে, সে এখন দলের নেতা। তৃণমূল এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে দেশ বড়। আজকে আমি স্বস্তি পেলাম।’ কোন দলে যোগ দিচ্ছেন প্রশ্ন করলে দীনেশ জানান, ‘এখন আমি নিজের সঙ্গে আছি।’
পদত্যাগী সাংসদ জানান, “তৃণমূলে কথা বলার কেউ নেই। দলের নিয়ন্ত্রণ যখন কর্পোরেট পেশাদারের হাতে চলে যায়, তখন কার সঙ্গে কথা বলা যায়। কারুর কাছেই সময় নেই।” আর এরপরই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু হয় জল্পনা? তবে কি শুভেন্দু, রাজীবের মতো এবার দীনেশও? প্রশ্ন ওঠে তা নিয়েও। বিজেপি রাজ্য সভাপতি আগেই জানিয়েছিলেন, পার্টিতে যা ভদ্রলোক আছেন, ছেড়ে চলে আসবেন। তিনি যোগ করেন, দীনেশ বিজেপিতে এলে স্বাগত জানানো হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)